8,000mAh ব্যাটারি ও 16 জিবি র‍্যামের সঙ্গে বাজার কাঁপিয়ে লঞ্চ হল iQOO Z10 Turbo+ 5G

iQOO Z10 Turbo+ 5G স্মার্টফোনটি 16 জিবি পর্যন্ত LPDDR5x আল্ট্রা র‍্যাম এবং 512 জিবি পর্যন্ত UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে এসেছে।

8,000mAh ব্যাটারি ও 16 জিবি র‍্যামের সঙ্গে বাজার কাঁপিয়ে লঞ্চ হল iQOO Z10 Turbo+ 5G

Photo Credit: iQOO

iQOO Z10 Turbo+ 5G এর বিশেষত্ব 8,000mAh ব্যাটারি

হাইলাইট
  • iQOO Z10 Turbo+ 5G ফোনে 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ আছে
  • স্মার্টফোনটি তিনটি রঙে লঞ্চ হয়েছে
  • iQOO Z10 Turbo+ 5G এর প্রধান আকর্ষণ 8,000mAh ব্যাটারি
বিজ্ঞাপন

iQOO Z10 Turbo+ 5G স্মার্টফোনের জগতে ঝড় তুলে আত্মপ্রকাশ করল। এই মিড-রেঞ্জ ফোনে 8,000mAh ক্ষমতার ব্যাটারি রয়েছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। সময়ের সাথে সাথে মোবাইল ফোনে চার্জ ধরে রাখার ক্ষমতা বাড়ছে। পাওয়ার ব্যাকআপের সেই বেঞ্চমার্ক নতুন উচ্চতায় নিয়ে গেল আইকুর লেটেস্ট মডেল। MediaTek Dimensity 9400+ প্রসেসর, 16 জিবি পর্যন্ত র‍্যাম ও 512 জিবি স্টোরেজের কম্বিনেশনে পুরো দৌড়বে নয়া হ্যান্ডসেটটি। iQOO Z10 Turbo+ 5G এর অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে AMOLED ডিসপ্লে, 80W ফাস্ট চার্জিং, IP65 রেটিং, 7,000 বর্গ মিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, বাইপাস চার্জিং, ও IR ব্লাস্টার।

iQOO Z10 Turbo+ 5G স্পেসিফিকেশন

iQOO Z10 Turbo+ 5G ফোনটির সামনে 6.78 ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন রয়েছে যা 144 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, 2,800×1,260 পিক্সেল রেজোলিউশন, HDR প্রযুক্তি, 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করে। এটির আসপেক্ট রেশিও 20:9 ও স্ক্রিন-টু-বডি রেশিও 93.42 শতাংশ। নতুন ফোনটি 3 ন্যানোমিটার প্রক্রিয়ার উপর নির্মিত অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 9400+ চিপসেট দ্বারা চালিত। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x আল্ট্রা র‍্যাম এবং 512 জিবি পর্যন্ত UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।

ডুয়াল-সিমের সুবিধা যুক্ত আইকিউ জেড10 টার্বো+ 5G চলে অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক OriginOS 5 কাস্টম স্কিনে। গেমিংয়ের জন্য এতে Immortalis-G925 GPU রয়েছে। নতুন হ্যান্ডসেটটি 8,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে, যা USB Type-C Gen 2 পোর্টের মাধ্যমে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটি অপশনের মধ্যে ব্লুটুথ 5.4, Wi-Fi 7, জিপিএস, Beidou, GLONASS, এবং Galileo বর্তমান।

ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। যার মধ্যে f/1.7 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর ও একটি 8 মেগাপিক্সেল (f/2.2) আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স রয়েছে। আর সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। প্রাইমারি রিয়ার ক্যামেরাটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তিতে সজ্জিত। এটি 4K ভিডিও রেকর্ডিং ও 1080p স্লো-মোশন ভিডিও শুটিংও সমর্থন করে।

iQOO Z10 Turbo+ 5G এর দাম

চীনে iQOO Z10 Turbo+ 5G এর দাম 2,299 ইউয়ান থেকে শুরু হয়েছে যা ভারতীয় মুদ্রায় প্রায় 28,500 টাকা। এটি 12 জিবি + 256 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। এছাড়াও ফোনটি 12 জিবি + 512 জিবি, 16 জিবি + 256 জিবি, ও 16 জিবি + 512 জিবি কনফিগারেশনে উপলব্ধ। স্টোরেজ ভেরিয়েন্টগুলির দাম যথাক্রমে 2,699 ইউয়ান (প্রায় 32,900 টাকা), 2,499 ইউয়ান (30,500 টাকা), ও 2,999 ইউয়ান (36,500 টাকা)। এটি পোলার অ্যাশ, ইউনহাই হোয়াইট ও ডেজার্ট (চীনা থেকে অনুবাদ) রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে।  ফোনটি ভারতে শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা যায়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Poco Pad M1: 12,000mah ব্যাটারি সহ লঞ্চ হচ্ছে পোকোর নতুন ট্যাব, দাম ফাঁস হল
  2. Vivo X300 সিরিজ ভারতে এই তারিখে লঞ্চ হচ্ছে, ফোনেই এবার DSLR-এর মতো ছবি!
  3. বিশ্বের প্রথম 20 জিবি র‍্যামের ফোন আনছে Huawei, স্পিডে ধারে কাছে কেউ আসবে না
  4. Oppo Find X9 সিরিজের ভারতীয় দাম ফাঁস, 200MP ক্যামেরার ফোন কত টাকায়? জেনে নিন
  5. ChatGPT Group Chats: হোয়াটসঅ্যাপের সুবিধা এবার চ্যাটজিপিটিতে, চালু হল গ্রুপ চ্যাটস ফিচার
  6. Itel খুব সস্তায় 128 জিবি স্টোরেজের ফোন আনল, AI দিয়েই ভিডিও কল করা যাবে
  7. OnePlus 15R স্মার্টফোনের লঞ্চ কনফার্মড! OnePlus 15-এর থেকেও বড় 7,800mAh ব্যাটারি থাকতে পারে
  8. OnePlus 15 ভারতে লঞ্চ হল, 7,300mAh ব্যাটারি, তুখোড় প্রসেসর, ও 165Hz রিফ্রেশ রেটে গেমিং-এর আসল মজা
  9. Samsung-এর প্রথম ট্রিপল ডিসপ্লের ফোন ডিসেম্বরে 5 লঞ্চ হতে পারে, থাকবে 200MP ক্যামেরা, দাম জেনে নিন
  10. GPT-5.1: চ্যাটজিপিটির মানবিক ভার্সন লঞ্চ হল, মানুষের মতোই মিষ্টি কথার জাদুতে মুগ্ধ করবে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »