ভারতে লঞ্চ হল Fitbit Versa Lite, Fitbit Inspire আর Inspire HR। এই মাসের শুরুতে বিশ্বের অন্যান্য দেশে এই ফিটনেস ব্যান্ড লঞ্চ হয়েছিল। বুধবার ভারতে এল Fitbit Versa Lite স্মার্টওয়াচ আর Fitbit Inspire এবং Inspire HR ফিটনেস ব্যান্ড। এর সাথেই কোম্পানি ঘোষণা করেছে 2019 সালের শেষে ভারতে আসছে শিশুদের জন্য Fitbit Ace 2 ফিটনেস ব্যান্ড।
Fitbit Versa Lite ভারতে কোম্পানির সবথেকে কম দামের স্মার্টওয়াচ। Versa Lite এর দাম 15,999 টাকা। একাধিক রঙে ভারতে বিক্রি শুরু হয়েছে এই স্মার্টওয়াচ।
অন্যদিকে Fitbit Inspire ফিটনেস ট্র্যাকারের দাম 6,999 টাকা। Inspire HR ফিটনেস ট্র্যাকারের দাম 8,999 টাকা। Amazon, Flipkart, Reliance Digital, Croma আর Helios থেকে পাওয়া যাবে এই ডিভাইসগুলি।
Fitbit Versa Lite স্মার্টওয়াচে Fitbit Versa এর অধিকাংশ ফিচার উপস্থিত রয়েছে। থাকছে অটোমেটিক অ্যাক্টিভিটি, হার্ট রেট সেন্সার আর স্লিপ ট্র্যাকার। থাকছে 15 টি আলাদা এক্সসারসাইজ মোড। রক্তে অক্সিজেনের পরিমাপ করে শরীরের খেয়াল রাখবে এই স্মার্টওয়াচ। এক চার্জে চার দিন চলবে Fitbit Versa Lite।
Fitbit Versa Lite এ রয়েছে একটি 1.34 ইঞ্চি স্ক্রিন। ওজন মাত্র 38 গ্রাম। থাকছে 3 অ্যাক্সিস জাইরোস্কোপ।
Fitbit Inspire ব্যান্ডে কল, টেক্সট ও ক্যালেন্ডার ইভেন্টের অ্যালার্ট পাওয়া যাবে। সাথে থাকছে একটি টাচস্ক্রিন ডিসপ্লে। সাঁতার কাটার সময় ব্যবহার করা যাবে Inspire। একবার চার্জ করে 5 দিন ব্যবহার করা যাবে এই ফিটনেস ব্যান্ড।
Fitbit Inspire HR ফিটনেস ব্যান্ডে থাকছে হার্টরেট সেনসর। এছাড়াও এই ফিটনেস ব্যান্ড ব্যবহার করে স্লিপ ট্র্যাক করা যাবে। স্মার্টফোনের জিপিএস ব্যবহার করে Inspire HR রিয়েল টাইম স্পিড দেখাতে পারবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন