দুটি নতুন ফিটনেস ট্র্যাকার নিয়ে হাজির Fitbit
Fitbit Inspire আর Inspire HR ফিটনেস ব্যান্ড দুটি যখন খুশি কেনা যাবে না। Fitbit Inspire ব্যান্ডে কল, টেক্সট ও ক্যালেন্ডার ইভেন্টের অ্যালার্ট পাওয়া যাবে। Fitbit Inspire HR ফিটনেস ব্যান্ডে থাকছে হার্টরেট সেনসর।