স্মার্টফোনের পরে টিভির বাজারে প্রতিযোগিতায় নেমেছে বিভিন্ন কোম্পানি। ইতিমধ্যেই ভারতের স্মার্ট টিভির বাজারে দখল নিতে শুরু করেছে চিনের কোম্পানিগুলি। ঠিক সেই সময় ভারতে একের পর এক স্মার্ট টিভি লঞ্চ করছে জাপানের একটি কোম্পানি। সম্প্রতি ভারতে 55 ইঞ্চি 4K টিভি লঞ্চ করেছে JVC।
ভারতে 55 ইঞ্চি 4K স্মার্ট LED টিভির দাম 38,999 টাকা। JVC 55N7105C মডেল নম্বরের এই টিভিতে থাকছে কোয়ান্টাম ব্যাকলিট LED টেকনোলজি। 4K রেজোলিউশানের সাথেই থাকছে 60 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লের নীচে থাকছে 50 ওয়াট ফ্রন্ট ফেসিং স্পিকার। টিভির ভিতরে থাকছে 2GB RAM আর 16GB স্টোরেজ আর কোয়াড কোর প্রসেসার।
নতুন এই স্মার্ট টিভিতে Hotstar, Netflix, YouTube এর মতো একাধিক জনপ্রিয় অ্যাপ প্রি-ইনস্টলড থাকছে। কানেক্টিভিটির জন্য থাকছে তিনটি HDMI পোর্ট আর দুটি USB পোর্ট। নতুন এই টিভিতে থাকছে HDR সাপোর্ট।
সম্প্রতি বাজেট সেগমেন্টে একাধিক স্মার্ট টিভি লঞ্চ করেছে JVC। ভারতে 16,999 টাকা থেকে JVC স্মার্ট টিভির দাম শুরু হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন