OnePlus 8 ও OnePlus 8 Pro-র সঙ্গেই মঙ্গলবার লঞ্চ হয়েছে OnePlus Bullets Wireless Z। মাত্র 10 মিনিট চার্জ করে এই ইয়ারফোনে 10 ঘণ্টা গান শোনা যাবে। সম্পূর্ণ চার্জে চলবে 20 ঘণ্টা। আগের ভার্সানের মতোই Bullets Wireless Z-এ থাকছে ম্যাগনেটিক কন্ট্রোল, কুইক পেয়ার ও কুইক সুইচ।
OnePlus Bullets Wireless Z-এর দাম 49.95 মার্কিন ডলার (প্রায় 3,800 টাকা)। গত বছর 99 মার্কিন ডলারে লঞ্চ হয়েছিল OnePlus Bullets Wireless 2। প্রায় অর্ধেক দামে বাজারে এসেছে নতুন ইয়ারফোনটি। শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রোডাক্ট বিক্রি শুরু করবে OnePlus।
কোম্পানি জানিয়েছে Bullets Wireless Z-এ রয়েছে IP55 রেটিং। ফলে ঘাম ও জলে এই ইয়ারফোনের ক্ষতি হবে না। থাকছে 9.2 মিমি ডাইনামিক ড্রাইভার। গেম খেলার জন্য থাকছে লো লেটেন্সি মোড। নতুন ইয়ারফোনের ওজন 28 গ্রাম। থাকছে Bluetooth 5.0 ও Usb Type-C পোর্ট। বাক্সের মধ্যে থাকবে তিনটি সিলিকন ইয়ারবাড।
কালার ডিসপ্লে, হার্ট রেট সেন্সর সহ লঞ্চ হল Redmi Band
একই ইভেন্ট থেকে মঙ্গলবার লঞ্চ হয়েছে OnePlus 8 ও OnePlus 8 Pro। OnePlus 8 Pro-র দাম শুরু হচ্ছে 899 মার্কিন ডলার (প্রায় 68,400 টাকা) থেকে। অন্যদিকে OnePlus 8-এর দাম শুরু হচ্ছে 699 মার্কিন ডলার থেকে। 21 এপ্রিল ইংল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশে এই দুই ফোন বিক্রি শুরু হবে। মার্কিন দুনিয়ায় এই ফোন বিক্রি শুরু হবে 29 এপ্রিল।যদিও ভারতে OnePlus 8 Pro ও OnePlus 8 -এর দাম ও লঞ্চের দিন প্রকাশ করেনি চিনের কোম্পানিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন