অনেক দিন ধরেই টেক দুনিয়ায় OnePlus এর তৈরী টিভি নিয়ে জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই এই বিষয়ে একাধিকবার মুখ খুলেছে কোম্পানির প্রধান। এবার এক ব্লুটুথ সার্টিফিকেশন ওয়েবসাইটে RC-001A নামে একটি রিমোটের সার্টিফিকেশন দেখা গিয়েছে। অনেকেই বলছেন এটাই OnePlus এর প্রথম স্মার্ট টিভির রিমোট। গত বছর শেনজেনের কোম্পানিটি জানিয়েছিল সম্পূর্ণ কানেক্টেড ফিচার সহ লঞ্চ হবে প্রথম টিভি। কোম্পানির সিইও পিট লাউ বলেছিলেন “প্রিমিয়াম ফ্ল্যাগশিপ” ফিচার সহ লঞ্চ হবে প্রথম OnePlus টিভি।
Bluetooth SIG ওয়েবসাইটে লিস্টিং এ OnePlus টিভির রিমোটে Bluetooth v4.2 কানেক্টিভিটি দেখা গিয়েছে। অর্থাৎ চিনের কোম্পানির প্রথম টিভির রিমোটে থাকতে পারে Bluetooth কানেক্টিভিটি।
সম্প্রতি ট্যুইটারে ইশান অগ্রবাল জানিয়েছেন, OnePlus TV এর সাথে যুক্ত এক ব্যক্তি মারফৎ জানা গিয়েছে শিঘ্রই লঞ্চ হবে এই প্রোডাক্ট। কবে এই টিভি লঞ্চ হবে জানা যায়নি। আপাতত শুধুমাত্র ভারতে এই টিভি লঞ্চ হবে না গোটা বিশ্ব জুড়ে OnePlus TV লঞ্চ হবে জানা যায়নি।
গত বছর সেপ্টেম্বর মাসে OnePlus সিইও পিট লাউ জানিয়েছিলেন শিঘ্রই টিভি নিয়ে আসবে কোম্পানি। তিনি জানিয়েছিলেন OnePlus TV এর মাদজ্যমে গ্রাহকরা ফ্ল্যাগশিপ টিভির অভিজ্ঞতা পাবেন।
গত বছর OnePlus ফোরামে কোম্পানির প্রথম টিভির নাম কী হবে তা জানার জন্য প্রশ্ন করেছিল OnePlus। ইতিমধ্যেই OnePlus একটি আলাদা টিভি ডেভেলপমেন্ট দল তৈরী করেছে। এবার OnePlus TV লঞ্চ সময়ের অপেক্ষা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন