ডুয়াল ক্যামেরা সহ নতুন স্মার্টওয়াচ নিয়ে এল Xiaomi। শুক্রবার চিনে লঞ্চ হয়েছে Mi Bunny Watch 4। এই স্মার্টওয়াচে থাকছে 4G কানেক্টিভিটি। অন্যান্য স্মার্টওয়াচের থেকে আকারে বড় এই ডিভাইসে 4G কানেক্টিভিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট। আপাতত শুধুমাত্র চিনে এই স্মার্টওয়াচ পাওয়া যাবে। এই স্মার্টওয়াচ ব্যবহার করে অভিভাবকরা শিশুদের ট্র্যাক করতে পারবেন।
চিনে Mi Bunny Watch 4 কিনতে 899 ইউয়ান (প্রায় 9,600 টাকা) খরচ হবে। নীল ও গোলাপি রঙে এই স্মার্টওয়াচ পাওয়া যাবে। ইতিমধ্যেই প্রি-বুকিং শুরু হয়েছে। 9 এপ্রিল চিনে এই স্মার্টওয়াচ বিক্রি শুরু করবে Xiaomi।
Mi Bunny Watch 4-এ রয়েছে একটি 1.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে। ভিডিও কলের জন্য এই স্মার্টওয়াচে দুটি ক্যামেরা রয়েছে। কানেক্টিভিটির জন্য থাকছে NFC, Wi-Fi, 4G, স্পিকার ও মাইক্রোফোন।
শীঘ্রই ভারতে আসছে Realme-র প্রথম স্মার্টওয়াচ
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
এই স্মার্টওয়াচের ভিতরে রয়েছে 920mAh ব্যাটারি। এক চার্জে প্রায় আট দিন চলবে Mi Bunny Watch 4। Wifi ও 4G কানেকশনের মাধ্যমে এই স্মার্টওয়াচের ক্যামেরা ব্যবহার করে অভিভাবকের সঙ্গে ভিডিও কল করতে পারবে শিশুরা। এছাড়াও এই স্মার্টওয়াচের অন্য ক্যামেরা ব্যবহার করে শিশু কোথা রয়েছে তা জানতে পারবেন অভিভাবকরা। চিনের 4,000 শপিং মল, রেল স্টেশন, এয়ারপোর্টকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চিনে নিতে পারবে এই ডিভাইস। ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে মিউজিক প্লে-ব্যাক ও অ্যালার্ম সেট করা যাবে। এছাড়াও শিশুকে ইংরাজি ভাষা শিখতে সাহায্য করবে এই স্মার্টওয়াচ। Mi Bunny Watch 4 স্মার্টওয়াচে বিভিন্ন অ্যাপ ইন্সটল করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন