Realme -র স্মার্টওয়াচ লঞ্চ এখন শুধুই সময়ের অপেক্ষা। সম্প্রতি Realme প্রধান মাধব শেঠকে কোম্পানির প্রথম স্মার্টওয়াচ হাতে দেখা গিয়েছে।
Photo Credit: YouTube/ Realme India
শীঘ্রই বাজারে আসবে Realme -র স্মার্টওয়াচ
Realme -র স্মার্টওয়াচ লঞ্চ এখন শুধুই সময়ের অপেক্ষা। সম্প্রতি Realme প্রধান মাধব শেঠকে কোম্পানির প্রথম স্মার্টওয়াচ হাতে দেখা গিয়েছে। YouTube -এ #AskMadhav অনুষ্ঠানে গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় কোম্পানির স্মার্টওয়াচ হাতে নিয়ে বসেছিলেন তিনি। Realme -র প্রথম স্মার্টওয়াচে Apple Watch এর মতো ডিজাইন দেখা গিয়েছে। এছাড়াও মাধব জানিয়েছেন শীঘ্রই বেগুনী রঙে বাজারে আসবে Realme 6 Pro। এছাড়াও ভারতে ব্লুঠুথ স্পিকার লঞ্চের পরিকল্পনা করছে Realme।
স্মার্টওয়াচ হাতে গ্রাহকের প্রশ্নের উত্তর দিলেও নতুন ডিভাইসের স্পেসিফিকেশন প্রকাশ্যে আনেননি মাধব। এছাড়াও তিনি জানিয়েছেন শীঘ্রই লাইটনিং পার্পল কালারে বাজারে আসবে Realme 6 Pro। এছাড়াও ভিডিওতে সাদা রঙে এই বস্মার্টফোন দেখা গিয়েছে।
Reliance Jio -র মালিকানা কিনতে আগ্রহী Facebook
এতদিন শুধুমাত্র Realme 6 Pro তেই সামনের ক্যামেরায় স্লো মোশন ভিডিও রেকর্ড করা যেত। মাধব জানিয়েছেন এপ্রিলে Realme 6-এও এই ফিচার পৌঁছবে। যদিও Nightscape 3.0 ও ট্রাইপড মোড শুধুমাত্র Realme 6 Pro গ্রাহকরাই ব্যবহার করতে পারবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Flipkart Buy Buy 2025 Sale Date Announced; Discounts on iPhone 16, Samsung Galaxy S24, and More Expected