Reliance Jio -র 10 শতাংশ শেয়ার কিনতে আগ্রহী Facebook । ইতিমধ্যেই মুকেশ আম্বানির কোম্পানির সঙ্গে কথাবার্তা শুরু করেছে মার্ক জাকারবার্গের কোম্পানি।
Reliance Jio -র 10 শতাংশ শেয়ার কিনতে আগ্রহী Facebook । ইতিমধ্যেই মুকেশ আম্বানির কোম্পানির সঙ্গে কথাবার্তা শুরু করেছে মার্ক জাকারবার্গের কোম্পানি। কয়েক বিলিয়ন ডলারে Jio -র শেয়ার কিনতে আগ্রহী Facebook। এছাড়াও Jio -র মালিকানা কিনতে আগ্রহ দেখিয়েছে আর এক মার্কিন টেক জায়েন্ট Google।
সূত্র মারফৎ জানা গিয়েছে এই বিষয়ে ইতিমধ্যেই Facebook ও Jio আধিকারিকদের মধ্যে কথোপকথন শুরু হয়েছে। যদিও করোনাভাইরাসের কারণে এখন বিশ্বব্যাপী সব ধরনের যোগাযোগ ব্যবস্থা স্থগিত থাকার জন্য দুই কোম্পানির আধিকারিকরা বিগত কয়েক দিন এই বিষয়ে আলোচনা করতে পারেননি।
গত বছর নভেম্বর মাসে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল Jio -র বাজার মূল্য প্রায় 65-70 বিলিয়ন মার্কিন ডলার। ফলে কোম্পানির 10 শতাংশ শেয়ারের দাম প্রায় 6.5 বিলিয়ন থেকে 7 বিলিয়ন ডলার হতে পারে।
দেশে লকডাউন, অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দিতে কালঘাম ছুটছে ই-কমার্স কোম্পানিগুলির
2015 সালে পরীক্ষামূলক ভাবে লঞ্চ হলেও 2016 সালে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু করেছিল Jio। গ্রাহক সংখ্যার নিরিখে এই মুহূর্তে দেশের এক নম্বর টেলিকম নেটওয়ার্ক Jio। গোটা দেশে কোম্পানির গ্রাহক সংখ্যা 37 কোটি ছাড়িয়েছে। বিনামূল্যে ভয়েস কল, কম দামে 4G ডেটা দিয়ে বিগত কয়েক বছরে দেশের টেলিকম দুনিয়ার ছবি বদলে দিয়েছে মুকেশ আম্বানির কোম্পানি।
ভারতে বিদেশী কোম্পানিদের ব্যবসা করার জন্য বিভিন্ন আইন মেনে চলতে হয়। Jio -র হাত ধরে ভারতের টেলিকম দুনিয়ায় প্রবেশ করলে Facebook এর জন্য সেই পথ অনেকটা সহজ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Amazon Great Republic Day Sale: Best Deals on Robot Vacuum Cleaners
OnePlus 15T Lands on 3C Certification Database Ahead of Launch in China: Expected Specifications