ভারতে এল Amazon-এর ক্রেডিট সার্ভিস। Amazon Pay EMI-এর নাম বদলে হাজির হয়েছে Amazon Pay Later। 2018 সালে প্রথম এই পরিষেবা শুরু হলেও সম্প্রতি নাম বদলেছে মার্কিন কোম্পানিটি। এই পরিষেবা ব্যবহার করে অনলাইনে কেনাকাটা, বিল পেমেন্টের সময় গ্রাহককে ঋণ দেবে সংস্থাটি। এছাড়াও একই মাসে টাকা ফিরিয়ে দিলে অতিরিক্ত খরচ করতে হবে না। ১২ মাসের ইএমআইয়ের মাধ্যমে বড় অঙ্গের জিনিস কেনার সুযোগ থাকছে।
Amazon Pay Later পরিষেবার মাধ্যমে ভারতীয় নাগরিকদের কাছে অনলাইনে কেনাকাটা আরও সহজ করে দিতে চাইছে মার্কিন সংস্থাটি। এর ফলে Amazon থেকে যে কোন প্রোডাক্ট কিনে পরে শোধ করা যাবে। এছাড়াও থাকছে 12 মাসের মাসিক কিস্তিতে কেনাকাটার সুযোগ। এই জন্য প্রতি মাসে 1.5 শতাংশ থেকে 2 শতাংশ সুদ দিতে হবে। যদিও কয়েকটি জিনিসে নো-কস্ট ইএমআইয়ের সুবিধা পাওয়া যাবে।
Amazon থেকে কেনাকাটা ছাড়াও মাসিক বিল পেমেন্টেও ঋণ পাওয়া যাবে। ইলেকট্রিক বিল, জলের বিল, মোবাইল বিল জমা ও রিচার্জ করা যাবে। এছাড়াও মুদিখানা ও শাকসবজি কেনাকাটা করতে পারবেন। শুধুমাত্র গয়না, আমাজন গিফট কার্ড, আমাজন পে ব্যালেন্স ও গ্লোবাল স্টোর থেকে কেনাকাটা ছাড়া Amazon.in থেকে সব প্রোডাক্টেই Amazon Pay Later এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।
শীঘ্রই UPI পেমেন্ট আনছে Realme
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
2018 সালে Amazon Pay EMI শুরুর সময় এই পরিষেবার সুবিধা পেতে অন্তত 8,000 টাকার কেনাকাটা করতে হতো। পরে তা কমিয়ে 3,000 টাকা করেছিল মার্কিন সংস্থাটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন