ডিজিটাল পেমেন্টের আসরে নামতে প্রস্তুত Realme। এবার Realme PaySa পরিষেবার মাধ্যমে UPI পেমেন্টের সুবিধা নিয়ে আসছে চিনের সংস্থাটি।
Realme PaySa দিয়ে ডিজিটাল পেমেন্ট করা যাবে
ডিজিটাল পেমেন্টের আসরে নামতে প্রস্তুত Realme। এবার Realme PaySa পরিষেবার মাধ্যমে UPI পেমেন্টের সুবিধা নিয়ে আসছে চিনের স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাটি। টুইটারে এই কথা জানিয়েছেন ভারতে কোম্পানির প্রধান মাধব শেঠ। Google Pay, Paytm, Mi Pay-র মতো ডিজিটাল পেমেন্ট পরিষেবার সঙ্গে সরাসরি টক্করে যাবে Realme PaySa।
সম্প্রতি ট্যুইটারে মাধব একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে Realme PaySa ব্যবহার করে UPI পেমেন্ট দেখা যাচ্ছে। এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়ে পেমেন্ট পরিষেবা নিয়ে আসতে চলেছে Realme।
Guys, happy to share that our internal test of 1st UPI payment transfer via @realme_PaySa App was successful! We will bring it for you guys soon. #JebMeinPaySaTohTensionKaisa pic.twitter.com/RRAqwVlRF9
— Madhav @home (@MadhavSheth1) April 28, 2020
যদিও কবে ডিজিটাল পরিষেবা শুরু হবে জানা যাবে। শেঠ জানিয়েছেন আপাতত পরীক্ষামূলক স্তরে রয়েছে এই পরিষেবা। তিনি বলেন, ‘শীঘ্রই' শুরু হবে Realme PaySa।
ব্যক্তিগত পেমেন্ট ছাড়াও ছোট ও মাঝারি ব্যবসায়ীদের পেমেন্টে কাজে লাগবে Realme PaySa। Oppo'র ফাইনানশিয়াল স্টার্টআপ FinShell-এর সঙ্গে হাত মিলিয়ে ভারতে ডিজিটাল পেমেন্ট পরিষেবা নিয়ে আসছে Realme। যদিও শুধুমাত্র Realme গ্রাহকদের মধ্যে এই পরিষেবা সীমাবদ্ধ থাকবে কি না জানা যায়নি।
শীঘ্রই ভারতে আসছে Xiaomi'র ল্যাপটপ
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
কোম্পানির প্রথম UPI পেমেন্টে 101 টাকা পেয়েছেন মাধব শেঠ। মঙ্গলবার 28 এপ্রিল বিকাল 5 টা 53 মিনিটে এই ট্রানজেকশন হয়েছে। কোম্পানির প্রথম পেমেন্টে ডয়েস ব্যাঙ্কের ভরুন শ্রীধর নামে এক ব্যক্তি অ্যাকাউন্ট থেকে মাধব প্রকাশ শেঠের অ্যাকাউন্টে 101 টাকা পৌঁছেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket