এন্ড্রয়েডের জন্য জি মেল নিয়ে আসতে চলেছে নতুন 'স্নুজ' অপশন, আসতে পারে কাস্টমাইজেবল সোয়াইপ অ্যাকশনও.বিগত পাঁচ বছরে প্রথমবার জি মেল নিয়ে এলো নতুন ডিজাইন. ডিজাইন ছাড়াও গুগল একগুচ্ছ নতুন ফিচার্স নিয়ে এসেছে এটির ওয়েব এবং মোবাইল ইন্টারফেসের জন্য যাতে আছে ইমেল শর্টকাট, রিপ্লাই নাজেস, স্মার্ট রিপ্লাই, নেটিভ অফলাইন মোডের মতো বৈশিষ্ট্য. তবে এদের মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে এন্ড্রয়েডের জন্য তৈরি এর স্নুজ ফিচারটি.
জি মেল অ্যাপে এটি সর্বশেষ সংযোজন. এর মাধ্যমে আপনি যে ইমেল গুলিতে সঙ্গে সঙ্গে কাজ করতে পারছেন না সেগুলিকে স্নুজ করতে পারেন. ইমেল বডিতে ক্লিক করলে ওভারফ্লো মেনুতে 'মুভ টু' অপশন এর পরে 'স্নুজ' অপশনটি পাওয়া যাবে.
এন্ড্রয়েড পুলিশের রিপোর্ট অনুযায়ী জি মেল অ্যাপে আরো একটি নতুন ফিচার আসতে চলেছে যেটি ওয়েব এর জন্য আগে থেকেই ছিল. সেটি হলো 'মার্ক অনরিড ফ্রম হিয়ার' বৈশিষ্টটি. এছাড়াও জি মেল এর সোয়াইপ অপশনটিকেউ কাস্টমাইজ করার কথাও ভাবা হচ্ছে. এখন কেবলমাত্র 'ডিলিট' এবং 'আর্কাইভ' করার জন্য সোয়াইপ অপশন ব্যবহার করা হয় কিন্তু নতুন সংস্করণটি চালু হলে সেটি ডিলিট এবং আর্কাইভ করার সাথে সাথে 'মার্ক এস রিড' 'মুভ টু' এবং 'স্নুজ' করার জন্যও ব্যবহার করা যাবে. যদিও এটি স্পষ্ট নয় ঠিক কবে থেকে এই নতুন বৈশিষ্ট্য জি মেল-এ উপলব্ধ হবে.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.