এখন যে সব Huawei ও Honor স্মার্টফোনে Google অ্যাপ ইনস্টল রয়েছে সেই গ্রাহকরা নিজের ফোনে সব Google অ্যাপ আপডেট ডাউনলোড করতে পারবেন। Google এর এক প্রতিনিধি এই কথা জানিয়েছেন।
Gmail এ যে কোন ইমেল এর উপর রাইট ক্লিক করে রিপ্লাই, ফরওয়ার্ড অথবা ইমেল সার্চ করা যাবে। একছাড়াও রাইট ক্লিক মেনুতে যোগ হয়েছে নতুন উইন্ডোতে ইমেল ওপেন করার অপশন।
সম্প্রতি নতুন Gmail ভার্সানের APK ফাইল ইন্টারনেটে পাওয়া গিয়েছে। তবে Google এর তরফ থেকে এই আপডেট সপর্কে এখনো কোন তথ্য জানানো হয়নি। আসুন আই আপডেটের খবর বিশদে দেখে নেওয়া যাক।
শুধুমাত্র G সুইট গ্রাহকরাই এই ফিচার ব্যাবহার করতে পারবেন। যে সব গ্রাহকরা ব্যাক্তিগত বা সংস্থার তরফ থেকে পেড Gmail ব্যাবহার করেন তাদেরকেই G সুইট গ্রাহক বলা হয়।
ডিজাইন ছাড়াও গুগল একগুচ্ছ নতুন ফিচার্স নিয়ে এসেছে এটির ওয়েব এবং মোবাইল ইন্টারফেসের জন্য যাতে আছে ইমেল শর্টকাট, রিপ্লাই নাজেস, স্মার্ট রিপ্লাই, নেটিভ অফলাইন মোডের মতো বৈশিষ্ট্য.