এবার থেকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ইমেল আসলেই আপনার ফোনে নোটিফিকেশান পাঠাবে Gmail। iOS এর অন্য নতুন এই ফিচার লঞ্চ করল Google এর ইমেল অ্যাপ।
এবার থেকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ইমেল আসলেই আপনার ফোনে নোটিফিকেশান পাঠাবে Gmail। iOS এর অন্য নতুন এই ফিচার লঞ্চ করল Google এর ইমেল অ্যাপ। মেশিন লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যাবহার করে Gmail নতুন এই ফিচার লঞ্চ করেছে। এর ফলে এবার থেকে স্প্যাম ইমেল ঢুকলে আপনাকে নোটিফিকেশান পাঠিয়ে বিরক্ত করবে না Gmail। নতুন এই আপডেট আর কিছুদিনের মধ্যেই বাজারে আসবে। ভবিষ্যতে Android ডিভাইসেও এই আপডেট আসবে বলে জানা গিয়েছে। এপ্রিল মাসেই এই ফিচারের কথা জানিয়েছিল Google। এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যাবহার করে বিভিন্ন অপ্রয়োজনীয় নিউজলেটার থেকে অব্যাহতি পাওয়ার উপায় লঞ্চ করার কথা জানিয়েছিল কোম্পানি।
আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে গুগল ঠিক করে ফেলবে কোন ইমেলটি আপনার জন্য প্রয়োজনীয় আর কোনটি নয়। এই ফিচার এনেবেল করার জন্য iOS-এ Gmail অ্যাপে Settings এর মধ্যে Notification বিভাগে ‘High Priority Ony’ সিলেক্ট করতে হবে। এছাড়াও ডিফল্ট স্ক্রিনেই অ্যাপ আপনাকে নতুন এই ফিচার ব্যবহারের জন্য সুপারিশ করবে।
![]()
আগামী তিন দিনের মধ্যেই নতুন এই ফিচার লঞ্চ করার কথা জানিয়েছে Google। তবে নতুন এই ফিচার ব্যবহারের জন্য iOS এ আপনার Gmail অ্যাপ আপডেট করতে হবে।
এর আগেও নোটিফিকেশানে বদল এনেছিল Gmail। ইতিমধ্যেই নোটিফিকেশানে ইমেল স্নুজ অপশান এনেছে Gmail। এছাড়াও কোম্পানির আর এক ইমেল ক্লায়েন্ট অ্যাপ Inbox দিয়ে ইতিমধ্যেই শুধুমাত্র প্রয়োজনীয় ইমেল এর নোটিফিকেশান পাওয়া যায়। এর আগে এপ্রিল মাসে Gmail এ ডিজাইনে আমুল পরিবর্তন এনেছিল Gmail। এছাড়াও এখন থেকে এক ক্লিকে যেকোন নিউজলেটার থেকে আনসাবস্ক্রাইব করা সম্ভব।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Clair Obscur: Expedition 33 Developer Sandfall Interactive Says It Has 'Some Great Ideas' for Its Next Game