শিঘ্রই Android এর জন্য Gmail v8.8 লঞ্চ করার পরিকল্পনা করছে Google। পরবর্তী আপডেটে নতুন ফিচার যোগ করার পরিবর্তে একাধিক পুরোনো ফিচার বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। নতুন এই আপডেটে ‘নাজ’ রিমাইন্ডার অপশান বাদ যেতে চলেছে। একই সাথে বাদ যাবে জলদি রিপ্লায় করার অপশানও। এর সাথেই কোম্পানির অন্য ইমেল ক্লায়েন্ট Inbox অ্যাপ থেকে একটি ফিচার নতুন Gmail অ্যাপ এ আসতে চলেছে।
সম্প্রতি নতুন এই ভার্সানের APK ফাইল ইন্টারনেটে পাওয়া গিয়েছে। তবে Google এর তরফ থেকে এই আপডেট সপর্কে এখনো কোন তথ্য জানানো হয়নি। আসুন আই আপডেটের খবর বিশদে দেখে নেওয়া যাক।
এই বছর শুরুতে Gmailএর নতুন ডিজাইন লঞ্চের সময় সামনে এসেছিল নাজেস ফিচার। এই ফিচারে গ্রাহক যে সব ইমেলের রিপ্লাই দেন নি সেই সম ইমেলের রিপ্লায় দেওয়ার কথা মনে করিয়ে দেবে Gmail। তবে এই ফিচার সেটিংস থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে এই রিপোর্টে জানানো হয়েছে।
এর সাথেই নতুন আপডেটে জলদি রিপ্লাই করার ফিচার বাদ দেওয়া হয়েছে। Gmail অ্যাকাউন্ট থেকে ইমেল এলে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে স্মার্ট রিপ্লাই অপশান চালু হলেও Gmail ছাড়া অন্য কোন অ্যাকাউন্ট থেকে ইমেল এলে গ্রাহকের কাছে কুইক রেসপন্স অপশান আসে। এই রিপোর্টে জানানো হয়েছে নতুন আপডেটে এই কুইক রেসপন্স অপশান সরিয়ে নেওয়া হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন