Android ফোনে Gmail অ্যাপ এর জন্য ডার্ক মোড ডিজাইন করছে Google। ইতিমধ্যেই নতুন APK ফাইল এ এই মোড দেখা গিয়েছে। সেটিংস এ গিয়ে Gmail ডার্ক মোড এনেবেল করা যাবে।
Photo Credit: Android Police
অ্যানড্রয়েড গ্রাহকদের জন্য ডার্ক মোড নিয়ে এল Gmail
সব স্মার্টফোনেই ডার্ক মোড এখন একটি গুরুত্বপূর্ণ ফিচার। কিন্তু Android ফোনে Gmail অ্যাপলিকেশনে এতদিন কোন ডার্ক মোড ছিল না। এবার Android ফোনে Gmail অ্যাপ এর জন্য ডার্ক মোড ডিজাইন করছে Google। ইতিমধ্যেই নতুন APK ফাইল এ এই মোড দেখা গিয়েছে। সেটিংস এ গিয়ে Gmail ডার্ক মোড এনেবেল করা যাবে।
Android Police ওয়েবসাইটে প্রথম Gmail এর ডার্ক মোড সামনে এসেছে। Android ফোনে Gmail ভার্সান 2019.06.09 এর হাত ধরে ডার্ক মোড পৌঁছেছে। সেটিংস মেনু থেকে Gmail ডার্ক মোড এনেবেল করা যাবে।
তবে গোটা অ্যাপে ডার্ক মোড কাজ করবে না। তবে অ্যাপ এর মধ্যে কিছু জায়গায় আপাতত এই ডার্ক মোড কাজ করছে। Gmail v2019.06.09 APK ডাউনলোড করে এই আপডেট ইনস্টল করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iQOO 15R Price in India, Chipset Details Teased Ahead of Launch in India on February 24