গত কয়েক বছর ধরেই Gmail এ একের পর এক নতুন ফিচার যোগ করে ইমেল সার্ভিস কে ক্রমশ শক্তিশালী করে তুলেছে Google। এই মুহূর্তে বিশ্বের সবথেকে জনপ্রিয় ইমেল ক্লায়েন্ট Gmail। আবার কোম্পানির ইমেল সার্ভিসে নতুন ফিচার যোগ করল মার্কিন টেক কোম্পানিটি। নতুন ফিচারে ইমেল এর উপর রাইট ক্লিক করলে একাধিক নতুন অপশন দেখা যাবে।
এর ফলে ইমেল এর উপর রাইট ক্লিক করে খুব সহজেই একাধিক কাজ করতে পারবেন গ্রাহকরা। এবার থেকে Gmail এ যে কোন ইমেল এর উপর রাইট ক্লিক করে রিপ্লাই, ফরওয়ার্ড অথবা ইমেল সার্চ করা যাবে। একছাড়াও রাইট ক্লিক মেনুতে যোগ হয়েছে নতুন উইন্ডোতে ইমেল ওপেন করার অপশন।
সম্প্রতি এক ব্লগ পোস্টে Google জানিয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যে সব গ্রাহকের কাছে এই ফিচার পৌঁছে যাবে। 25 ফেব্রুয়ারির আগে সব গ্রাহক এই আপডেট পেয়ে যাবেন। G Suite গ্রাহকদের এই আপডেট ব্যবহারের জন্য কোন এডমিন পারমিশন লাগবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন