Gmail: জিমেইল আর আগের মতো নেই, কৃত্রিম বুদ্ধিমত্তার স্পর্শে রাতারাতি বদলে গেল

AI ওভারভিউ সমস্ত Gmail ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে চালু হচ্ছে।

Gmail: জিমেইল আর আগের মতো নেই, কৃত্রিম বুদ্ধিমত্তার স্পর্শে রাতারাতি বদলে গেল

Photo Credit: Unsplash/Solen Feyissa

Gemini AI Overviews will be rolling out to all Gmail users

হাইলাইট
  • Gmail-এ AI Overviews ফিচার যুক্ত হয়েছে
  • Google ইমেইল লেখার ক্ষেত্রেও বড় পরিবর্তন এনেছে
  • AI Inbox পরিচিত মেইল থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরবে
বিজ্ঞাপন

Gmail-এর সাথে Gemini AI-এর মেলবন্ধন ঘটানো ঘোষণা করল Google। মার্কিন প্রযুক্তি সংস্থাটি তাদের ইমেইল পরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে একঝাঁক নতুন ফিচার্স যোগ করেছে। Gmail এখন শুধু ইমেইল পাঠানো ও পড়ার জায়গা থাকবে না, পাশাপাশি এটি ব্যবহারকারীদের জন্য একজন স্মার্ট অ্যাসিস্ট্যান্টের ভূমিকা পালন করবে। ইনবক্সে জমে থাকা শত শত মেইলের মধ্যে দরকারি তথ্য খুঁজতে মাথার ঘাম আর পায়ে ফেলতে হবে না। গুগল সার্চের মতো জিমেইলে এবার যুক্ত হচ্ছে AI Overviews ফিচার, ফলে সময় বাঁচবে। এছাড়াও, ইমেইল লেখার ক্ষেত্রেও পরিবর্তন এনেছে গুগল। চলুন দেখে নিই নতুন আপডেটে Gmail কতটা বদলে গেল।

Gmail-এর সাথে যুক্ত হল AI Overviews

গুগলে যে কোনও বিষয় নিয়ে জানতে চাইলে সার্চ রেজাল্টের একেবারে উপরে সংশ্লিষ্ট প্রশ্নের একটি সংক্ষিপ্ত এআই-জেনারেটেড উত্তর দেখা যায়। ফলে দ্রুত তথ্য পাওয়া যায় ও অন্য ওয়েবসাইটে ক্লিক করার প্রয়োজন হয় না। এটি এআই ওভারভিউ নামে পরিচিত। সেই একই সুবিধা সমস্ত জিমেইল ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে চালু হচ্ছে। আগে সঠিক ইমেইল খুঁজে পেলেও, রিপ্লাইয়ের ভিড়ে প্রয়োজনীয় তথ্য বার করতে মাথা খারাপ হয়ে যেত। সেই ঝামেলা দূর করবে জিমেইলের এই ফিচার।

যদি কোনও মেইলে একাধিক রিপ্লাই থাকে, তাহলে জিমেইল মূল বিষয়গুলো বিশ্লেষণ করে একটি সংক্ষিপ্ত সারাংশ দেখাবে। এছাড়া ইনবক্সে সরাসরি প্রশ্ন করার সুবিধাও এনেছে গুগল। আগে জিমেইলের ইনবক্সে কিছু খোঁজার দরকার হলে, নির্দিষ্ট শব্দ (কিওয়ার্ড) দিয়ে সার্চ করতে হত। কিন্তু নতুন আপডেটে আপনি চ্যাটজিপিটি বা জেমিনাই-এর মতো চ্যাটবটের সাথে যেমন ভাবে কথা বলেন, ঠিক তেমনই ইনবক্সে সাধারণ ভাষায় প্রশ্ন করতে পারবেন।

ধরুন আপনি একাধিক জায়গায় বিভিন্ন পদে চাকরির আবেদন করেছেন এবং জিমেইলের সার্চ বারে লিখলেন — কোন কোন কোম্পানি আমাকে ইন্টারভিউয়ের জন্য ডেকে ইমেইল করেছে? এই প্রশ্নের উত্তর গুগল তাদের নিজস্ব AI মডেলের মাধ্যমে তথ্য বিশ্লেষণ করে লিঙ্কের সাথে সংক্ষেপে তুলে ধরবে। তবে ইনবক্সে প্রশ্ন করে এআই ওভারভিউ পাওয়ার সুবিধা আপাতত Google AI Pro ও Ultra সাবস্ক্রিপশন ব্যবহারকারীরা পাবেন।

Gmail-এর অন্যান্য AI ফিচার্স

জিমেইলের স্মার্ট রিপ্লাই টুলের উন্নত এবং বুদ্ধিমান সংস্করণ হল সাজেস্টেড রিপ্লাই। স্মার্ট রিপ্লাই মূলত একটি নির্দিষ্ট ইমেইলের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত উত্তর সাজেস্ট করতো। কিন্তু নতুন ফিচারটি পুরো ইনবক্সের প্রেক্ষাপট ও আলোচনার বিষয় বুঝে এক ক্লিকে লেখার পরামর্শ দেবে। 

পাশাপাশি হেল্প মি রাইট নামে আরও একটু ফিচার নতুন ইমেইল লিখতে বা আগে লেগা ইমেইলের ভাষা ও টোন ঠিক করে আরও পেশাদার করে তুলবে। জিমেইলে AI ইনবক্স নামে একটি দরকারি ফিচার আনার ঘোষণাও করেছে গুগল। এটি জরুরি ইমেইলকে অগ্রাধিকার দিয়ে ইনবক্সের শীর্ষে দেখাবে। এর ফলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাঠানো মেইল বা জরুরি ফলোআপ সহজেই নজরে আসবে। এটি পরীমূলকভাবে চালু হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে সমস্ত ইউজারদের কাছে রোলআউট হতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50MP সেলফি ক্যামেরা ও আইফোনের মতো লুকস নিয়ে Oppo Reno 15c 5G ভারতে এল, দাম জেনে নিন
  2. 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির Realme 16 Pro সিরিজের সেল শুরু হল, 5,000 টাকা ছাড় দিচ্ছে কোম্পানি
  3. 108MP ক্যামেরার Redmi Note 15 5G স্মার্টফোনে ধামাকা সেল, 3000 টাকা ছাড়ে কেনার সুবর্ণ সুযোগ
  4. Gmail: জিমেইল আর আগের মতো নেই, কৃত্রিম বুদ্ধিমত্তার স্পর্শে রাতারাতি বদলে গেল
  5. Itel Zeno 20 Max মাত্র 5,799 টাকায় আইফোনের মতো ফিচার নিয়ে লঞ্চ হল
  6. Oppo Pad 5: খাতায় পেন দিয়ে লেখার মতো অভিজ্ঞতা দেবে ওপ্পোর নতুন ট্যাব, স্টুডেন্টদের জন্য গেমচেঞ্জার
  7. OnePlus Turbo 6 সিরিজ বাজার কাঁপিয়ে বিশাল 9000mAh ব্যাটারি ও 16GB র‍্যামের সাথে লঞ্চ হল
  8. 6,500mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরার সঙ্গে Poco M8 Pro 5G হাজির, নেটওয়ার্ক ছাড়াই করবে কল!
  9. Oppo Reno 15 সিরিজ ভারতে 200MP ও 50MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Poco M8 5G ভারতে 3D কার্ভড ডিসপ্লে ও 4K ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, প্রথম সেলে 3,000 টাকা ছাড়
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »