Gmail ব্যবহারকারীদের জন্য খুশির খবর, Email অ্যাড্রেস বদলানোর সুবিধা আনছে Google

নতুন Gmail অ্যাড্রেসে পুরনো অ্যাকাউন্টের সমস্ত মেইল পাওয়া যাবে।

Gmail ব্যবহারকারীদের জন্য খুশির খবর, Email অ্যাড্রেস বদলানোর সুবিধা আনছে Google

Photo Credit: Unspash/Solen Feyissa

Google set to let users change their Gmail addresses

হাইলাইট
  • Google ইউজারদের @gmail.com এর আগের অংশ পরিবর্তনের সুবিধা দেবে
  • নতুনের পাশাপাশি পুরনো জিমেইল আইডিও একসাথে কাজ করবে
  • প্রতি 12 মাসে মাত্র একবার Gmail অ্যাড্রেস পাল্টানো যাবে
বিজ্ঞাপন

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা তাদের পুরনো Gmail আইডি শেয়ার করতে গিয়ে অস্বস্তিতে পড়েন। কারণ অনেক বছর আগে গুগলে অ্যাকাউন্ট তৈরির সময় ধারণাই ছিল না যে এটি ভবিষ্যতে পেশাদার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠবে। ফলে তখন মনে যে নাম এসেছে সেটা দিয়েই অ্যাকাউন্ট খুলেছেন অজস্র মানুষ। কিন্তু সমস্যা হল Google ইউজারদের কাছে @gmail.com এর আগের অংশটি কোনওভাবেই বদলে ফেলার সুযোগ ছিল না। গোছানো ও পেশাদার নামে নতুন Gmail অ্যাড্রেস চাইলে পুরোপুরি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হত। তবে খুশির খবর হল টেক জায়ান্টটি প্রথমবার Gmail আইডি পরিবর্তন করার সুবিধা আনতে চলেছে।

Gmail অ্যাড্রেস বদলানোর সুবিধা আনছে Google

গুগল তাদের সাপোর্ট পেজ আপডেট করে জানিয়েছে, ব্যবহারকারীরা পুরনো জিমেইল আইডির অ্যাক্সেস না হারিয়ে ইমেইলের ঠিকানা পরিবর্তন করার সুবিধা পাবেন। অর্থাৎ @gmail.com-এর আগের অংশ বদলানো যাবে। মেইল অ্যাড্রেস নতুন হলেও পুরনো গুগল অ্যাকাউন্টেই সেটি ব্যবহার করা যাবে। ফলে কনট্যাক্ট, ফাইল, আগের মেইল, ও ফটো হারানোর ভয় থাকবে না। গুগল সেগুলো সংরক্ষণ করে রাখবে।

এতদিন গুগল কেবল থার্ড পার্টি মেইলের ক্ষেত্রে অ্যাড্রেস পরিবর্তনের বিকল্প দিত। কিন্তু সেই নিয়ম পাল্টে যাচ্ছে। জিমেইল আইডি পরিবর্তন করার জন্য আর নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। নতুন অ্যাড্রেস সিলেক্ট করলেও সেখানে পুরনো সমস্ত মেইল পাওয়া যাবে। অ্যাকাউন্ট একই থাকবে। শুধু ইমেইল অ্যাড্রেস পাল্টে যাবে।

গুগলের দাবি, নতুনের পাশাপাশি পুরনো জিমেইল আইডিও কাজ করবে। পুরনো ঠিকানায় পাঠানো ইমেইল নতুন আইডি থেকে দেখে নেওয়া যাবে। পুরনো বা নতুন যে জিমেইল অ্যাকাউন্ট থেকে লগ ইন করা যাবে। ড্রাইভ, ইউটিউব, ম্যাপসের মতো পরিষেবায় লগইন অ্যাক্সেসে কোনও প্রভাব পড়বে না।

জানা গিয়েছে, Gmail ব্যবহারকারীরা প্রতি 12 মাসে মাত্র একবার করে অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন। আজীবন সর্বোচ্চ তিনবার ঠিকানা বদলানো যাবে। এর ফলে অপব্যবহার ও পরিচয় সংক্রান্ত বিভ্রান্তি কমানো যাবে। তবে ফিচারটি কবে থেকে চালু হবে, তা এখনও ঘোষণা করেনি Google। পাশাপাশি পুরনো আইডি বা ওয়ার্কপ্লেসের সঙ্গে যুক্ত অ্যাড্রেস-সহ সমস্ত অ্যাকাউন্টে সুবিধা মিলবে কিনা, সেটা অস্পষ্ট। মার্কিন সংস্থাটি খুব শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে বলে আশা করা যায়।

প্রসঙ্গত, গুগল চলতি মাসে ভারতে একটি নতুন AI প্ল্যান লঞ্চ করেছে, যার নাম Google AI Plus। এটি ভারতে সংস্থার সবচেয়ে কম দামের Gemini AI সাবস্ক্রিপশন প্ল্যান। এই প্ল্যানে প্রতি মাসে 399 টাকা খরচ হবে। তবে প্রথম ছয় মাসের জন্য 199 টাকায় ব্যবহার করার সুযোগ মিলবে। তারপর মাসে মাসে 399 টাকা পেমেন্ট করতে হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Gmail ব্যবহারকারীদের জন্য খুশির খবর, Email অ্যাড্রেস বদলানোর সুবিধা আনছে Google
  2. OnePlus Turbo: ওয়ানপ্লাসের 9000mAh ব্যাটারির ফোনের ছবি ফাঁস, ফিচার্সে চমক
  3. Xiaomi Watch 5 এবং Buds 6 লঞ্চ হল, হাতে পড়লে বা কানে দিলেই ঘটবে ম্যাজিক
  4. Xiaomi 17 Ultra: DSLR-কে চ্যালেঞ্জ ছুঁড়ে হাজির শাওমির নতুন স্মার্টফোন, ক্যামেরা তাক লাগাবে
  5. 200MP ক্যামেরার Realme 16 Pro+ 5G স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  6. বড়দিনে বড় চমক, Oppo Pad Air 5 ট্যাব 10050mAh ব্যাটারি, বিশাল স্ক্রিন, 12GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল
  7. বছরের শেষে ধামাকা অফার, 60,000 টাকা দাম কমল Samsung-এর প্রিমিয়াম ফোনের, কোথায় পাবেন জেনে নিন
  8. রাত পোহালেই লঞ্চ হচ্ছে Xiaomi 17 Leica Edition, এমন DSLR স্টাইল ক্যামেরা ফোনে আগে দেখেননি
  9. বর্ষশেষে বড় খবর, একজোড়া দুর্ধর্ষ ফোন আনছে Oppo, থাকবে 200MP ক্যামেরা
  10. Realme Narzo 90 5G-এর সেল শুরু হল, সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি পাবেন
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »