সম্প্রতি নতুন Gmail ভার্সানের APK ফাইল ইন্টারনেটে পাওয়া গিয়েছে। তবে Google এর তরফ থেকে এই আপডেট সপর্কে এখনো কোন তথ্য জানানো হয়নি। আসুন আই আপডেটের খবর বিশদে দেখে নেওয়া যাক।
ডিজাইন ছাড়াও গুগল একগুচ্ছ নতুন ফিচার্স নিয়ে এসেছে এটির ওয়েব এবং মোবাইল ইন্টারফেসের জন্য যাতে আছে ইমেল শর্টকাট, রিপ্লাই নাজেস, স্মার্ট রিপ্লাই, নেটিভ অফলাইন মোডের মতো বৈশিষ্ট্য.