সম্প্রতি Google Pay -এর বিরুদ্ধে অনুমোদন ছাড়া ব্যবসা করার অভিযোগ উঠেছে। বুধবার Google India Digital Services Private Limited আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে এই বিষয়ে যথাযথ উত্তর চেয়েছে দিল্লি হাই কোর্ট।
প্রধান বিচারপতি রাজেন্দ্র মেনন ও বিচারপতি অনুপ জয়রাম ভামভানির ডিভিশান বেঞ্জে একটি জনস্বার্থ মামলা শুরু হয়। অভিজিত মিশ্র নামে এক ব্যাক্তি এই মামলা করেছেন।
মামলায় রিজার্ভ ব্যাঙ্ক কে ভারতে Google Pay নিষিদ্ধ করার জন্য আবেদন করা হয়েছে।
ভারতে বেআইনি ব্যবসা করার অভিযোগে Google India Digital Services Private Limited কে জরিমানা করা অনুরধ করা হয়েছে এই মামলায়।
ভারতের ব্যাঙ্কিং সিস্টেম ও ভারতবাসীর ব্যক্তিগত জীবনের গোপনীয়তা নিয়ে সংসয় প্রকাশ করেছেন মামলাকারি।
তিনি বলেন 20 মার্চ 2019 প্রকাশিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রকাশিত আইন অনুযায়ী বেআইনি ভাবে ভারতে ব্যবসা করছে Google Pay।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন