প্রধান বিচারপতি রাজেন্দ্র মেনন ও বিচারপতি অনুপ জয়রাম ভামভানির ডিভিশান বেঞ্জে একটি জনস্বার্থ মামলা শুরু হয়। অভিজিত মিশ্র নামে এক ব্যাক্তি এই মামলা করেছেন। মামলায় রিজার্ভ ব্যাঙ্ক কে ভারতে Google Pay নিষিদ্ধ করার জন্য আবেদন করা হয়েছে।
IRCTC এর সাহায্যে এবার থেকে Google Pay অ্যাপ থেকেই ট্রেন সার্চ, টিকিট বুক ও বাতিল করা যাবে। এছাড়াও যে কোন ট্রেনে কত সিট খালি রয়েছে তা জানা যাবে এই অ্যাপ থেকে।
Federal Bank, HDFC Bank, ICICI Bank, Kotak Mahindra Bank সহ একাধিক ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে Google Pay অ্যাপ থেকে লোন দেওয়ার ব্যবস্থা করবে Google। আগে থেকে অনুমোদন করা এই লোন শুধুমাত্র ব্যাঙ্কের মাধ্যমে ব্যাঙ্কের গ্রাহকদের দেওয়া হবে।