UPI অ্যাপগুলিতে আঙুলের ছাপ অথবা মুখ দেখিয়ে পেমেন্টের জন্য সেটিংসে কী কী বদল করতে হবে শিখে নিন।
বায়োমেট্রিকে পিন ছাড়াই সর্বোচ্চ 5,000 টাকা পাঠানোর সুবিধা মিলবে
সম্প্রতি ভারত সরকার UPI অ্যাপগুলির মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। এখন থেকে পিনের পাশাপাশি বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে টাকা পাঠানো যাবে। ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ) ও ফেসিয়াল রিকগনিশন (মুখমন্ডলগত পরিচয়) দিয়ে টাকা লেনদেন সম্ভব করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই (NPCI)। প্রাথমিকভাবে বায়োমেট্রিক ফিচারের মাধ্যমে সর্বোচ্চ 5,000 টাকা পাঠানো যাবে। পরবর্তীতে এই সীমা পর্যালোচনা করে বাড়ানো বা পরিবর্তন করা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, UPI অ্যাপে আঙুলের ছাপ বা মুখ দেখিয়ে পেমেন্টের জন্য সেটিংসে ঠিক কী বদল করতে হবে? Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে সেই প্রশ্নেরই উত্তর রইল।
বায়োমেট্রিক অথেন্টিকেশন চালু করা খুবই সহজ। এটি গুগল পে, ফোনপে, পেটিএম, ও অন্যান্য ইউপিআই অ্যাপগুলিতে একইভাবে কাজ করে। প্রথমে আপনি যে ইউপিআই অ্যাপ ব্যবহার করেন, সেটির আপডেট চেক করুন। লেটেস্ট ভার্সনে আপডেট করার পর সেটিংস বা প্রোফাইল বিভাগে যান। যেখানে সিকিউরিটি অথবা বায়োমেট্রিক অথেন্টিকেশন খুঁজুন। এরপর ইউপিআই পেমেন্টের জন্য ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক অপশন চালু করুন। প্রক্রিয়া সম্পূর্ণ করার আগে সম্মতি প্রদান করুন। সবশেষে পিন লিখে অ্যাক্টিভেশন নিশ্চিত করুন।
বায়োমেট্রিক অথেন্টিকেশন চালু করার পরই আঙুলের ছাপ বা ফেস আনলকের মাধ্যমে আপনি যে কাউকে গুগল পে, ফোনপে, পেটিএম, ও অন্যান্য ইউপিআই অ্যাপগুলিতে টাকা পাঠাতে পারবেন। আপনার UPI অ্যাপটি খুলে QR কোড বা কনট্যাক্ট লিস্ট থেকে একজন প্রাপক নির্বাচন করুন। এরপর টাকার অঙ্ক লিখে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করুন। পিন দিতে বললে, বায়োমেট্রিক অপশন নির্বাচন করুন। আঙুলের ছাপ বা মুখ স্ক্যান করে নিজের পরিচয় নিশ্চিত করুন। ব্যাস পিন ছাড়াই পেমেন্ট হয়ে যাবে।
মুখ দেখিয়ে ও আঙুলের ছাপের মাধ্যমে পেমেন্ট করার বায়োমেট্রিক ব্যবস্থা আধার দ্বারা চালিত হবে। পিন আর মনে রাখতে হবে না। UPI পেমেন্ট আরও দ্রুত, নিরাপদ, এবং সুবিধাজনক করতে এমন উদ্যোগ নিয়েছে সরকার। আধার-ভিত্তিক ফেসিয়াল রিকগনশিন ব্যবহারকারীদের UPI অ্যাপের মাধ্যমে সরাসরি তাদের UPI পিন সেট বা রিসেট করার অনুমতি দেবে, যার ফলে OTP বা ডেবিট কার্ড ভেরিফিকেশনের প্রয়োজন হবে না।
ইউপিআই নিয়ন্ত্রণকারী সংস্থা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বেশ কিছু নির্দেশিকাও প্রকাশ করেছে। বায়োমেট্রিক পেমেন্ট সেটআপ করার সময় ব্যবহারকারীর স্পষ্ট সম্মতি ও অতিরিক্ত ভেরিফিকেশনের দরকার হবে। যদি UPI পিন রিসেট বা পরিবর্তন করা হয়, তাহলে বায়োমেট্রিক অথেন্টিকেশন নিজে থেকেই বন্ধ হয়ে যাবে এবং পুনরায় সক্রিয় করতে হবে। এছাড়াও, পেমেন্ট অ্যাপগুলিকে বছরে অন্তত একবার এনক্রিপশন কী আপডেট করতে হবে। আর 90 দিন বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার না করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন