পিন অতীত, আজ থেকে মুখ দেখালেই বা আঙুলের ছাপেই করা যাবে UPI পেমেন্ট

NPCI বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ বা UPI-এর মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থা চালু করছে।

পিন অতীত, আজ থেকে মুখ দেখালেই বা আঙুলের ছাপেই করা যাবে UPI পেমেন্ট

পিন ছাড়াই আঙুলের ছাপ ও মুখ দেখিয়ে UPI পেমেন্ট করা যাবে

হাইলাইট
  • UPI লেনদেনে চালু হল বায়োমেট্রিক পদ্ধতি
  • পিন ভুলে গেলেও আঙুলের ছাপ দিয়ে টাকা পাঠানো যাবে
  • বায়োমেট্রিক তথ্য ইউজারের ডিভাইসে এনক্রিপ্ট থাকবে
বিজ্ঞাপন

UPI লেনদেন করতে গিয়ে মাঝেমধ্যেই পিন ভুলে যান? এবার আর মনে করারও প্রয়োজন হবে না। কারণ আজ থেকেই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। অক্টোবর 8, বুধবার থেকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই (NPCI) বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস' বা ইউপিআই-এর মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থা চালু করছে। গ্রাহকরা চাইলে পিন ছাড়াও, আঙুলের ছাপ এবং ফেসিয়াল রিকগনিশন বা মুখমন্ডলগত পরিচয় দিয়ে আর্থিক লেনদেন করতে পারবে। স্মার্টফোন আনলক করতে যেমন ফিঙ্গারপ্রিন্ট লাগে বা ফোন মুখের সামনে ধরতে হয়, UPI-তে একই পদ্ধতিতে প্রচলিত পিনের পরিবর্তে টাকা দেওয়ার সুবিধা মিলবে।

UPI পেমেন্টে বায়োমেট্রিক ব্যবস্থা চালু হল

মুখ দেখিয়ে ও আঙুলের ছাপের মাধ্যমে পেমেন্ট করার বায়োমেট্রিক ব্যবস্থা আধার দ্বারা পরিচালিত হবে। এটি মুখ স্ক্যান করে বা আঙুলের ছাপ যাচাই করে তবেই টাকা পাঠানোর অনুমতি দেবে। প্রথাগত পিনের পরিবর্তে নতুন পদ্ধতিতে টাকা দিতে আপনার বায়োমেট্রিক ডেটাকে আধার সিস্টেমের সঙ্গে যুক্ত ডেটাকে একত্রিত করা হবে। UPI ব্যবহারকারীরা পেমেন্ট করার জন্য ফোনেই তাদের পরিচয় সাবমিট করতে পারবেন।

UPI লেনদেনে বায়োমেট্রিক কীভাবে কাজ করবে

নতুন ব্যবস্থায় টাকা পাঠানোর সময় আপনি যখনই বায়োমেট্রিক অপশন বেছে নেবেন, তখনই আপনার ফোনের ক্যামেরা ও আঙুলের ছাপ নেওয়ার স্ক্যানার (পাওয়ার বাটন, ব্যাক প্যানেল, বা ইন-ডিসপ্লে) সক্রিয় হয়ে যাবে। আপনার মুখ বা আঙুলের স্ক্যান করা তথ্য আধার ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে। যদি সমস্ত তথ্য সঠিক হয় বা আপনার সঙ্গে মিলে যায়, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে লেনদেন সম্পন্ন হবে। উল্লেখ্য, বায়োমেট্রিক তথ্য ব্যবহারকারীর ডিভাইসেই এনক্রিপ্ট করা থাকবে।

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা বড় ভূমিকা নিয়েছে

রিজার্ভ ব্যাঙ্কের নতুন নীতি বায়োমেট্রিক পদ্ধতিতে UPI লেনদেন চালু করার পিছনে বড় ভূমিকা নিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রচলিত পিন ব্যবহারের পাশাপাশি বিকল্প প্রমাণীকরণ বা ভেরিফিকেশন পদ্ধতি ব্যবহারের অনুমতি দিয়েছে। এর ফলে অনলাইনে লেনদেন করার আগে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি গ্রাহকের পরিচয় যাচাই করতে ফিঙ্গারপ্রিন্ট ও ফেসিয়াল রিকগনিশনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারবে।

অনলাইনে জালিয়াতি কমতে পারে

UPI পিন হাতিয়ে নিয়ে জালিয়াতির ঘটনা নিত্যদিনের খবর। বিশেষজ্ঞরা মনে করছেন যে, নতুন পদ্ধতি UPI লেনদেনের সাথে সম্পর্কিত জালিয়াতি কমতে পারে। পিন চুরি করা যেতে পারে, কিন্তু আঙুলের ছাপ এবং মুখের চেহারার মতো বায়োমেট্রিক ডেটা নকল করা প্রায় অসম্ভব। তাও যেহেতু আধার ডেটা এই সিস্টেমের মূলে রয়েছে, তাই অপব্যবহার রোধে নিরাপদ এনক্রিপশন অপরিহার্য হবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Redmi Note 15 5G মিড-রেঞ্জে বড় ধামাকা নিয়ে ভারতে আসছে, ব্যাটারি চলবে 5 বছর!
  2. Samsung বছরের সেরা অফার আনল, 42,000 টাকারও বেশি ছাড়ে বিক্রি হচ্ছে এই ফোন
  3. মিসড কল মেসেজ সহ একঝাঁক নতুন ফিচার আনল WhatsApp, স্ট্যাটাস ও চ্যাটেও বিরাট পরিবর্তন
  4. Realme Narzo 90 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, সস্তায় সেরা ফিচার পাবেন
  5. Vivo S50 স্মার্টফোনের জগতে ঝড় তুলতে আসছে, যেমন ক্যামেরা, তেমন প্রসেসর ও ব্যাটারি
  6. Samsung গ্রাহকদের অভিযোগ মেনে নিয়ে স্মার্টফোনের প্রধান সমস্যা মেটাতে চলেছে
  7. Nothing Phone 4a এবং Phone 4a Pro স্মার্টফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, ফিচার্স কেমন দেখে নিন
  8. Poco M8 Pro: বাজেটে দুর্দান্ত ফোন আনছে পোকো, বিশাল ব্যাটারির সঙ্গে থাকছে 100W ফাস্ট চার্জিং
  9. OnePlus 15R Ace Edition স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা হল, বাজার কাঁপাতে আসছে এই মাসেই
  10. Redmi 15C 5G-এর সেল অবশেষে শুরু হল, এত সস্তায় 6,000mAh ব্যাটারি, AI ক্যামেরা!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »