IRCTC এর সাহায্যে এবার থেকে Google Pay অ্যাপ থেকেই ট্রেন সার্চ, টিকিট বুক ও বাতিল করা যাবে। এছাড়াও যে কোন ট্রেনে কত সিট খালি রয়েছে তা জানা যাবে এই অ্যাপ থেকে।
iOS ও Android গ্রাহকরা Google Pay থেকে ট্রেনের টিকিট বুক করতে পারবেন
Google Pay থেকে ভারতে ট্রেন টিকিট বুক করা যাবে। ইতিমধ্যেই Google Pay অ্যাপ এ এই ফিচার যোগ হয়েছে। যে কোন এক্সপ্রেস ও মেল ট্রেনের টিকিট কাটা যাবে Google এর UPI বেসড পেমেন্ট সার্ভিস থেকে। Google জানিয়েছে iOS ও Android গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। হোম স্ক্রিনে ‘Trains' এ ট্যাপ করে Google Pay থেকে ট্রেন টিকিট বুক করা যাবে।
IRCTC এর সাহায্যে এবার থেকে Google Pay অ্যাপ থেকেই ট্রেন সার্চ, টিকিট বুক ও বাতিল করা যাবে। এছাড়াও যে কোন ট্রেনে কত সিট খালি রয়েছে তা জানা যাবে এই অ্যাপ থেকে। এর আগে ClearTrip আর Paytm থেকেও ট্রেনের টিকিট বুক করা যেত। এবার Google Pay তেও একই ফিচার যোগ হল।
Google Pay থেকে ট্রেনের টিকিট বুক করবেন কীভাবে?
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Hubble Data Reveals Previously Invisible ‘Gas Spur’ Spilling From Galaxy NGC 4388’s Core
Dhurandhar Reportedly Set for OTT Release: What You Need to Know About Aditya Dhar’s Spy Thriller