আগামী 4 জুন ডেভেলপারপদের সাথে বৈঠকে বসবে মার্কিন টেক জায়েন্ট Apple। আশা করা হচ্ছে সেই বৈঠকেই NFC ব্যাবহার করে একাধিক ফিচার লঞ্চ করবে কোম্পানি। নতুন iOS 12 এ দেখা যাবে নতুন এই ফিচারফুলি।
এক রিপোর্টে বলা হয়েছে, নিয়ার ফিল্ড টেকনোলজি বা NFC টেকনোলজিতে বদল আনবে Apple। আগামী মাসেই সেই ঘোষনা করবে কোম্পানি। গাড়ির দরজা খোলা বা একাধিক সিকিউরিটির কাজে ব্যাবহার করা হবে NFC। প্রসঙ্গত এই মার্কিন কোম্পানিটি 2014 সালে iPhone 6 ও iPhone 6 Plus এ প্রথম NFC ব্যাবহার করেছিল। তবে Apple Pay ছাড়া অন্য কোন কাজে এখনো পর্যন্ত ব্যাবহার করা যায়নি অ্যাপেল ডিভাইসের NFC।
এই রিপোর্টে আরও বলা হয়েছে নিজেদের অফিস অ্যাপেল পার্কে ইতিমধ্যেই নিজেদের ফোনের মাধ্যমে গাড়ির দরজা খুলতে দেখা গিয়েছে অ্যাপেল কর্মীদের।
নতুন এই ফিচার iOS এ যোগ হলে দরজা খোলা বা অন্যন্য অনেক সিকিউরিটির কাজে ব্যাবহার করা যাবে iPhone। এছাড়াও ট্রানসিট সিশ্তেম ও পার্সোনাল অথেন্টিকেশান ডিভাইসেও কাজে লাগবে এই ফিচার।
এই টেকনোলজিকে গ্রহন করার পরে চার বছর কেটে গেলেও NFC টেকনোলজির পুরো লাভ ওঠাতে দেখা যায়নি অ্যাপেলকে। কোম্পানির আভ্যন্তরীন কিছু ফিচারের চিরকাল সীমাবদ্ধ থেকে গিয়েছে কানেক্টিভিটির এই টেকনোলজিটি।
এছাড়াও 2014 সালে লঞ্চের সময় বিভিন্ন বিল্ডিং, ট্রানসিট কার্ডে এই টেকনোলজির ব্যাবহারের কথা জানানো হলেও কখনো দিনের মুখ দেখেনি এই প্রজেক্টগুলি। আর এবার ডেভেলপারদের সাথে বৈঠকে এই টেকনোলজি আরও বেশি করে ব্যাবহারে উদ্বুদ্ধ করলে আদতে লাভবান হবেন অ্যাপেল ইউজাররাই।
যদিও আনেকদিন ধরেই NFC দিয়ে বিভিন্ন কাজ করা যায় Android এ। এর মধ্যেই রয়েছে খুব সহজে দুটি ডিভাইসের মধ্যে ফাইল ট্রান্সফার, ওয়ারলেস ডিভাইস পেয়ারিং, বা স্মার্ট হোম কনট্রোলের মতো আকর্ষনীয় ফিচারগুলি। আর এবার সেই ফিচার iOS এ আসতে চলায় স্বাভাবিক ভাবেই বেশ উত্তেজিত iPhone ইউজাররা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন