iOS 12 ও macOS 10.14 Mojave লঞ্চের দিন জানালো Apple
Apple লঞ্চ ইভেন্টের শেষে নতুন মোবাইল ও কম্পিউটার অপারেটিং সিস্টেম লঞ্চের দিন ঘোষণা করলেন কোম্পানির সিইও টিম কুক। আগামী 17 সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে নতুন iOS 12। নতুন macOS 10.14 Mojave পাওয়া যাবে 24 সেপ্টেম্বর থেকে।