এই বছর জুন মাসে ডেভেলপার কনফারেন্স WWDC 2018 এ নতুন দুই অপারেটিং সিস্টেমের ঘোষণা করেছিল Apple। iPhone 5s ও তারব পরে সব iPhone এ নতুন iOS 12 আপডেট করা যাবে।
 
                যে ডিভাইসগুলিতে iOS 11 সাপোর্ট করে সব ডিভাইসেই পৌঁছে যাবে iOS 12 আপোডেট।
iPhone ও iPad এর পরবর্তী অপারেটিং সিস্টেম iOS 12 এর লঞ্চ করলো অ্যাপেল। কয়েকমাস আগে WWDC 2018 নতুন এই মোবাইল অপারেটিং সিস্টেমের ঘোষনা করেছিল কোম্পানি। সফটওয়ার স্টেবিলিটির সাথেই একগুচ্ছ নতুন ফিচার যোগ হয়েছে নতুন এই মোবাইল অপারেটিং সিস্টেমে। কোম্পানি জানিয়েছে যে ডিভাইসগুলিতে iOS 11 সাপোর্ট করে সব ডিভাইসেই পৌঁছে যাবে iOS 12 আপোডেট।
এই বছর জুন মাসে ডেভেলপার কনফারেন্স WWDC 2018 এ নতুন দুই অপারেটিং সিস্টেমের ঘোষণা করেছিল Apple। iPhone 5s ও তারব পরে সব iPhone এ নতুন iOS 12 আপডেট করা যাবে। এছাড়াও সব iPad Pro ও iPad Air মডেল, পঞ্চম জেনারেশানের পরের সব iPad মডেল, iPad mini 2 আর ষষ্ঠ জেনারেশানের iPod এ iOS 12 অপারেটিং সিস্টেম ইনস্টল করা যাবে।
iOS 12 ফিচার্স
নতুন এই অপারেটিং সিস্টেমে আপডেট হয়েছে কোম্পানির ডিজিটাল অ্যাসিস্টেন্ট Siri। এবার থেকে আরও ভালো ভাবে কাজ করবে Siri। যেমন ধত্রুন Siri আপনার সব ইমেল ও মেসেজ পড়ে সেখান থেকে আপনাকে সব মিটিং ও ইভেন্টের কথা নিজে তজেকেই মনে করিয়ে দেবে। নতুন Shortcut অ্যাপ দিয়ে অ্যাকশান কাস্টোমাইজ করা যাবে। এছাড়াও একাধিক অ্যাপ থেকে একাধিক অ্যাকশান একসাথে একটি বোতাম চিপে বা ভয়েস কমান্ডের মাধ্যমে করতে পারবে Siri। এর ফলেই ডেভেলপাররা তাদের অ্যাপ এর শর্টকাট Siri তে যোগ করে দিতে পারবেন।
গ্রাহকদের স্মার্টফোন ও ট্যাবলেট ব্যাবহার করমাতে সাহায্য করার জন্য নতুন টুল এনেছে অ্যাপেল। এর মাধ্যমে ঘুমাতে যাওয়ার সময় আপনাকে কোন নোটিফিকেশান বিরিক্ত করবে না। এছাড়াও রোজ সকালে সুপ্রভাত জানাতে ভুলবে না আপনার সখের ফোন বা ট্যাবলেটটি।
এছাড়াও আপনি কত সময় আপনার ফোন ও ট্যাবলেটের পিছনে খর করলেই ক্রিন টাইমের মাধ্যমে তা জানিয়ে দেবে নতুন iOS 12। কতক্ষণ ফোন ব্যাবহার করেছেন বা কত সময় অন্তর ফোন ব্যাবহার করেছেন এই সব পরিসংখ্যান থাকবে নতুন এই ফিচারে।
এবার থেকে লক স্ক্রিনে কোন অ্যাপ এর নোটিফিকেশান আপনি দেখতে চান তা সিলেক্ট করতে পারবেন। এছাড়াও যে অ্যাপ আপনি খুবই কম ব্যাবহার করেন সেই অ্যাপ এর নোটিফিকেশান নিজে থেকেই সরিয়ে দেবে Siri।  আর অবশেষে এবার থেকে গ্রুপ নোটিফিকেশান পাওয়া যাবে iOS 12  এ। নতুন ভার্সানের সম্পূর্ণ পরিবর্তন চেঞ্জেলগ থেকে দেখে নেওয়া যাবে।
কীভাবে ডাউনলড করবেন iOS 12?
নিজের ডিভাইসে iOS 12 ডাউনলোড করে ইনস্টল করার জন্য Settings > General > Software Update তে যেতে হবে। এর পরে স্ক্রিনের নির্দেশ মেনে চলুন।
OTA আপডেটের অন্য একটি Wifi কানেকশান থেকে আবশ্যিক। এছাড়াও এই আপডেট ইন্সটল করার আগে ফোনের সব ডাটা ব্যাক আপ নেওয়া উচিত। আপডেট শুরুর আগে ফোনে 50 শতাংশ বা তার বেশি চার্জ আর চার্জারে ডিভাইস কানেক্টেড থাকা বাধ্যতামূলক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
 Starlink Hiring for Payments, Tax and Accounting Roles in Bengaluru as Firm Prepares for Launch in India
                            
                            
                                Starlink Hiring for Payments, Tax and Accounting Roles in Bengaluru as Firm Prepares for Launch in India
                            
                        
                     Google's 'Min Mode' for Always-on Display Mode Spotted in Development on Android 17: Report
                            
                            
                                Google's 'Min Mode' for Always-on Display Mode Spotted in Development on Android 17: Report
                            
                        
                     OpenAI Upgrades Sora App With Character Cameos, Video Stitching and Leaderboard
                            
                            
                                OpenAI Upgrades Sora App With Character Cameos, Video Stitching and Leaderboard
                            
                        
                     Samsung's AI-Powered Priority Notifications Spotted in New One UI 8.5 Leak
                            
                            
                                Samsung's AI-Powered Priority Notifications Spotted in New One UI 8.5 Leak