12 সেপ্টেম্বর ইভেন্টে নতুন iPhone XS, iPhone XS Max, iPhone XR ও নতুন Apple Watch Series 4 লঞ্চ করেছে Apple। এই ইভেন্টের শেষে নতুন মোবাইল ও কম্পিউটার অপারেটিং সিস্টেম লঞ্চের দিন ঘোষণা করলেন কোম্পানির সিইও টিম কুক। আগামী 17 সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে নতুন iOS 12। নতুন macOS 10.14 Mojave পাওয়া যাবে 24 সেপ্টেম্বর থেকে।
আরও পড়ুন: লঞ্চ হল iPhone XS আর iPhone XS Max: ভারতে দাম ও স্পেসিফিকেশান
এই বছর জুন মাসে ডেভেলপার কনফারেন্স WWDC 2018 এ নতুন দুই অপারেটিং সিস্টেমের ঘোষণা করেছিল Apple। iPhone 5s ও তারব পরে সব iPhone এ নতুন iOS 12 আপডেট করা যাবে। এছাড়াও সব iPad Pro ও iPad Air মডেল, পঞ্চম জেনারেশানের পরের সব iPad মডেল, iPad mini 2 আর ষষ্ঠ জেনারেশানের iPod এ iOS 12 অপারেটিং সিস্টেম ইনস্টল করা যাবে।
2012 সালের পরে লঞ্চ হওয়া সব Mac ডিভাইসে পাওয়া যাবে নতুন macOS 10.14 Mojave আপডেট। তবে 2010 সাল ও 2012 সালে লঞ্চ হওয়া Mac Pro তে মেটাল গ্রাফিক্স কার্ড সহ আপডেটের পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: লঞ্চ হল iPhone XR: ভারতে দাম ও স্পেসিফিকেশান
আরও পড়ুন: নতুন iPhone লঞ্চের পরেই দাম কমলো পুরোনো iPhone এর: এক নজরে ভারতে সব iPhone এর দাম
নতুন iPhone লঞ্চের সাথেই iPhone SE, iPhone 6s, iPhone 6s Plus আর iPhone X এর দাম কমিয়েছে Apple। তবে জানা গিয়েছে নতুন তিনটি মডেল লঞ্চের পরে খুব শিঘ্রই iPhone X বিক্রি বন্ধ করে দিতে পারে Apple।
দাম কমে এবার iPhone 7 সিরিজের দাম শুরু হচ্ছে 449 মার্কিন ডলার থেকে। iPhone 8 সিরিজের নতুন দাম শুরু হবে 599 মার্কিন ডলার থেকে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন