সেপ্টেম্বরে লঞ্চ হয়েছে নতুন iPhone XS আর iPhone XR। এই দুটি ফোনের ক্যামেরায় রয়েছে স্মার্ট HDR ফিচার। এই ফোনের ক্যামেরা সেলফি তুললে ছবিতে মুখের চামড়াকে মসৃণ দেখাচ্ছে। অন্য ক্যামেরায় ‘বিউটি মোড' অন করে ছবি তুললে যেমন দেখায় খানিকটা সেই রকম। কিন্তু কোন ভাবেই এই অপশান বন্ধ করা যাচ্ছিল না। আর এতেই অসন্তোষ প্রকাশ করেছিলেন নতুন iPhone গ্রাহকরা। ইন্টারনেটে এই সমস্যাকে ‘বিউটিগেট' অখ্যা দেওয়া হয়েছিল।
সম্প্রতি লঞ্চ হয়েছে নতুন iOS 12.1। আর এই ভার্সানে এই সমস্যার সমাধান করেছে Apple। তবে আপাতত বিটা ভার্সানে রয়েছে নতুন এই iOS ভার্সান। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সামনে আসবে iOS 12.1।
iPhone XS এর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 99,900 টাকা। 256GB ও 512GB স্টোরেজে iPhone XS কিনতে খরচ হবে যথাক্রমে 1,14,900 টাকা আর 1,34,900 টাকা।
64GB iPhone XS Max এর দাম শুরু হচ্ছে 1,09,900 টাকা থেকে। 256GB ও 512GB iPhone XS Max কিনতে খরচ হবে 1,24,900 টাকা আর 1,44,900 টাকা।
64GB স্টোরেজের iPhone XR এর দাম 76,900 টাকা। 128GB ও 256GB ভেরিয়েন্টে iPhone XR কিনতে খরচ হবে 81,900 টাকা ও 91,900 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন