Android অপেরেটিং সিস্টেমের উপরে Xiaomi ফোনে MIUI স্কিন চলে। গত কয়েক মাস ধরে MIUI 11 ডেভেলপমেন্টের একাধিক খবর সামনে এসেছিল। এবার সামনে এল MIUI এর পরবর্তী ভার্সান MIUI 11।আপাতত MIUI 11 এর বিটা ভার্সান লঞ্চ করছে বেজিং এর কোম্পানিটি। 27 সেপ্টেম্বর থেকে চিনে 17 টি Xiaomi ফোনে এই আপডেট ইনস্টল করা যাবে। প্রথমেই যে ফোনগুলিতে MIUI 11 আপডেট পৌঁছাবে তার মধ্যে রয়েছে Redmi K20 Pro, Redmi K20, Redmi Note 7, Mi 9, Mi 9 SE আর Mi CC9।
64MP ক্যামেরা আর শক্তিশালী চিপসেট সহ লঞ্চ হল Realme X2
MIUI 11 স্কিনে সম্পূর্ণ নতুন ফন্ট ব্যবহার করেছে Xaiomi। নতুন এই ফন্টের নাম ‘মিলান প্রো'। এছাড়াও MIUI 11 এ Mi Work আর Mi Go নামে দুটি নতুন অ্যাপ যোগ হয়েছে। ফাইল শেয়ারিং, স্ক্রিন কাস্ট সহ বিভিন্ন সময় Mi Work কাজে লাগবে। অন্যদিকে ঘুরতে গেলে কাজে লাগবে Mi Go। অবিশ্বাস্য ব্যাটারি সেভিং করে এই অ্যাপের মাধ্যমে মাত্র 5 শতাংশ চার্জে 24 ঘন্টা চলবে স্মার্টফোন।
Diwali With Mi Sale: মাত্র 1 টাকায় মিলবে Redmi K20, এক নজরে সব অফার
এছাড়াও MIUI 11 এর লক স্ক্রিনে নতুন ফিচার যোগ হয়েছে। ডাইনামিক স্ক্রিনে থাকছে ক্যালেডিওস্কোপ এফেক্ট। এর সাথেই নতুন স্কিনে একটি ডকুমেন্ট ভিউয়ার আর একটি রিমাইন্ডার ফিচার যোগ হয়েছে। বিশেষ ফিচারে ভুমিকম্পের আগে অ্যালার্ট পাঠিয়ে ও আওয়াজ দিয়ে গ্রাহককে সতর্ক করতে পারবে।
108MP ক্যামেরা আর চোখ ধাঁধানো ডিসপ্লে সহ সামনে এল Xiaomi Mi Mix Alpha
27 সেপ্টেম্বর থেকে চিনে 17 টি Xiaomi ফোনে MIUI 11 ওপেন বিটা ডাউনলোড করা যাবে। শুরুতে Mi 9, Mi 9 Transparent Edition, Mi 9 SE, Mi Mix 3, Mi Mix 2S, Mi 8, Mi 8 Youth Edition, Mi 8 Explorer Edition, Mi 8 Screen Fingerprint Edition, Mi 8 SE, Mi Max 3, Redmi K20 Pro, Redmi K20 Pro Premium Edition, Redmi K20, Redmi Note 7, Redmi Note 7 Pro আর Redmi 7 ফোনে MIUI 11 এর স্টেবেল আপডেট পোঁছে যাবে। অক্টোবর মাসে স্টেবেল আপডেট পাঠানো শুরু হবে।
লঞ্চের আগে ফাঁস হয়ে গেল Samsung Galaxy A70s ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন
এর পরে Mi 9 Pro 5G, Mi CC9, Mi CC9 Meitu Custom Edition, Mi CC9e, Mi Mix 2, Mi Note 3, Mi 6, Mi 6X, Redmi 7A, Redmi 6 Pro, Redmi Note 5, Redmi 6A, Redmi 6 আর Redmi S2 ফোনে পৌঁছাবে MIUI 11 স্টেবেল আপডেট।
নভেম্বর মাসে Mi Mix, Mi 5S, Mi 5S Plus, Mi 5X, Mi 5C, Mi Note 2, Mi Play আর Mi Max 2 ফোনে এই আপডেট পৌঁছাবে। এছাড়াও Redmi Note 8, Redmi Note 8 Pro, Redmi 5 Plus, Redmi 5, Redmi 5A, Redmi 4X, Redmi Note 5A ফোনে MIUI 11 আপডেট পাঠাবে Xaiomi।
কম দামে দারুন ফিচার সহ লঞ্চ হল Vivo U10: Jio গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা
আপাতত চিনের স্মার্টফোনগুলিতে MIUI 11 আপডেটের দিন ঘোষনা করলেও ভারত সহ বিশ্বের অন্যান্য দেশের গ্রাহকদের ফোনে কবে এই আপোডেট পৌঁছাবে তা জানায়নি Xiaomi।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন