শুরু হল Amazon Great Indian Sale 2020। শনিবার দুপুর 12 টায় Amazon Prime গ্রাহকদের জন্য এই সেল শুরু হয়েছে। রবিবার মধ্যরাত থেকে সব Amazon গ্রাহক এই সেলে অংশ নিতে পারবেন। 22 জানুয়ারি পর্যন্ত এই সেল চলবে। এই সেলে সস্তা হচ্ছে OnePlus 7T, Redmi Note 8 Pro, iPhone XR সহ একগুচ্ছ জনপ্রিয় স্মার্টফোন। স্মার্টফোনে 40 শতাংশ পর্যন্ত ছাড় ছাড়াও এই সেলে ল্যাপটপ ও ক্যামেরায় 60 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। বিভিন্ন ল্যাপটপে 35,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে Amazon। সাথে থাকছে নো কস্ট ইএমআইয়ের সুবিধা। এই সেলে SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে 10 শতাংশ অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।
Flipkart The Republic Day Sale 2020: সেরা অফারগুলি দেখে নিন
Amazon Great Indian Sale 2020 সেলে সস্তা হয়েছে Amazon 7T আর Amazon 7T Pro। 34,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে Amazon 7T। অন্যদিকে Amazon 7T Pro এর দাম শুরু হচ্ছে 51,999 টাকা থেকে। এক্সচেঞ্জ অফারে OnePlus 7T Pro ফোনে অতিরিক্ত 2,000 টাকা ছাড় পাওয়া যাবে। এই সেলে 1,000 টাকা সস্তা হয়েছে Redmi Note 8 Pro। 2,000 টাকা সস্তা হয়ে 9,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে Vivo U20। এছাড়াও সস্তা হয়েছে Oppo F11।
এছাড়াও প্রিমিয়াম সেগমেন্টে সস্তা হয়েছে iPhone XR, iPhone 11 Pro, Samsung Galaxy Note 10+ সহ একাধিক স্মার্টফোন। মিডরেঞ্জ সেগমেন্টে 12,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে Samung Galaxy M30s। 8,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে Galaxy M30। Oppo Reno 2F আর Vivo S1 ফোনে 2,000 টাকা এক্সচেঞ্জ অফার নিয়ে এসেছে Amazon।
এই সেলে 69 টাকা থেকে মোবাইল অ্যাকসেসারিজ পাওয়া যাবে। সস্তা হয়েছে ব্লুটুথ ইয়ারফোন, পাওয়ার ব্যাঙ্ক, স্মার্টফোনের বিভিন্ন কেস, কভার ও স্ক্রিন প্রোটেকটর। HP 14 Core i3 Windows 10 ল্যাপটপের দাম কমেছে। এছাড়াও boat Airdropes, Canon EOS 1500D DSLR, JBL Flip 3 bluetooth speaker, Samsung Galaxy Tab A এ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই সেলে ল্যাপটপে 35,000 টাকা পর্যন্ত আর ক্যামেরায় অন্তত 10,000 তাকা ছাড় পাওয়া যাবে। 299 টাকা থেকে পাওয়া যাবে বিভিন্ন হেডফোন। Amazon ওয়েবসাইট থেকে এই সেলের সব অফার বিস্তারে দেখে নিতে পারবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন