Photo Credit: Bloomberg
কাজ বন্ধ করে Amazon কর্মীদের জীবনকে উপভোগ করার পরামর্শ দিচ্ছেন ভারতে Amazon প্রধান আমিত আগ্রবাল।
সম্প্রতি তাঁর দলের সদস্যদের সন্ধ্যা 6টা থেকে সকাত 8টা পর্যন্ত অফিসের সব ইমেল ও ফোন কলের উত্তর না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কর্মীদের কাজে আরও ভালো ভাবে মন বসাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কাজে নিয়মানুবর্তীতা ও কখন কাজ শেষ করা প্রয়োজন সেই বিষয়েও পরামর্শ দিয়েছেন অমিত।
বিভিন্ন WhatsApp গ্রুপে সম্প্রতি একটি কোম্পানির ফাঁস হওয়া চিঠি প্রচারিত হচ্ছে। সেই চিঠিতেই এই কথা বলতে দেখা গিয়েছে আমিতকে। আগে কোম্পানির Amazon সিইও জেফ বেজোসের এক্সিকিউটিভ অ্যাসিস্টতান্টের দায়িত্বভার সামলেছেন এই ভারতীয়। এই বিষয়ে প্রশ্ন করা হলে ভারতে Amazon কর্মীরা মন্তব্যে বিরত থেকেছেন।
ভারতের বিশাল জনসংখ্যার জন্য Amazon-এর অন্যতম প্রধান বাজার এই দেশ। 38,400 কোটি টাকা খরচ করে এই দেশে পরিকাঠামো তৈরী করছে মার্কিন ই-কমার্স জায়েন্ট। সম্প্রতি Wallmart ভারতে Flipkart কিনে নেওয়ার পরে ভারতে ই-কমার্স বাজার জমিয়ে দিয়েছে দুই মার্কিন জায়েন্ট।
আধিক যুগে কাজের চাপে ঘুম কম বা মানসিক রোগ এক সমস্যা রূপে দেখা গিয়েছে। এই বিষয়ে চিন্তা প্রকাশ করেছেন সারা বিশ্বের মনোবিদরা। বেঙ্গালুরুর জনপ্রিয় এক মনোবিদ জানিয়েছেন “আজকাল 25-28 বছরের ছেলে মেয়েদের হার্ট অ্যাটাক হতে দেখা যাচ্ছে। যা আজ থেকে দশ বছর আগেও বিরল ঘটনা ছিল।”
তিনি আরও বলেন শনিবার তাঁর কাছে অনেক তথ্য-প্রযুক্তি কর্মীরা পরামর্শ করতে আসেন। এর জন্য তাঁরা কয়েক মাস আগে অ্যাপয়েনমেন্ট বুক করে রাখেন।
তাই ভারতে Amazon প্রধানের এই সিদ্ধান্ত দেশের অন্য তথ্য-প্রযুক্তি কর্মীদের অনুপ্রাণিত করবে বলে মনে করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন