বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে Xiaomi Redmi Note 6 Pro। ভারতে Redmi Note 6 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। 6GB RAM/64GB স্টোরেজে Redmi Note 6 Pro কিনতে খরচ হবে 15,999 টাকা। শুক্রবার দুপুর 12 টায় বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। শুধুমাত্র Flipkart, mi.com আর mi home থেকে কেনা যাবে Redmi Note 6 Pro।
আরও পড়ুন: Redmi Note 6 Pro রিভিউ
তবে শুধুমাত্র ব্ল্যাক ফ্রাইডে সেলে দুটি ভেরিয়েন্টেই 1,000 টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানি। এছারাও HDFC ক্রেডিট ও ডেবিক কার্ড গ্রাহকরা অতিরিক্ত 500 টাকা ছাড় পাবেন। ব্ল্যাক, রেড, ব্লু আর রোজ গোল্ড কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন।
তবে শুধু Redmi Note 6 Pro নয় কোম্পানির অন্যান্য প্রোডাক্টেও ব্ল্যাক ফ্রাইডে সেলে ডিসকাউন্ট দেবে Xiaomi। তবে ঠিক কোন প্রোডাক্টে কত টাকা ডিস্কাউন্ট পাওয়া যাবে তা জানায়নি চিনের কোম্পানিটি। তবে শুক্রবার দুপুর 12 টা থেকে এই অফার সম্পর্কে বিস্তারে জানা যাবে।
আরও পড়ুন: চারটি ক্যামেরা, ডিসপ্লে নচ সহ ভারতে এল Redmi Note 6 Pro
আগের সব কটি সেল মিস করে থাকলে এটি আপনার কাছে Xiaomi প্রোডাক্ট ডিসকাউন্টে কেনার শেষ সুযোগ এই ব্ল্যাক ফ্রাইডে সেল। এই সেলে প্রথম বার বিক্রি হবে সদ্য লঞ্চ হওয়া Redmi Note 6 Pro। Flipkart ছাড়াও Mi.com ওয়েবসাইট থেকে এই সেল চলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন