সবে শেষ হয়েছে প্রথম ধাপের উৎসবের সেল। আবার ধামাকা সেল নিয়ে হাজির হল Flipkart। নতুন এই সেলের নাম রাখা হয়েছে ‘Festive Dhamaka Days'। 24 অক্টোবর থেকে শুরু হবে ‘ফেস্টিভ ধামাকা ডেজ'। এই সেলে সব বিভাগের প্রোডাক্টে পাওয়া যাবে আকর্ষনীয় ছাড়। একই সময়ে আবার Great Indian Festival সেল এর আয়োজন করেছে Amazon।
‘ফেস্টিভ ধামাকা ডেজ'এর প্রথম দিন থেকেই সব বিভাগে প্রোডাক্টে সেল শুরু হয়ে যাবে। এই সেলে Flipkart Plus সদস্যরা সাধারন গ্রাহকের থেকে আগে যে কোন অফারে অংশ নিতে পারবেন। 23 অক্টোবর রাত 9টা থেকে Flipkart Plus গ্রাহকরা এই সেলে অংশ নিতে পারবেন।
Axis Bank গ্রাহকরা এই সেলে অতিরিক্ত ছাড় পাবেন। তবে ঠিক কতো টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে তা জানানো হয়নি। Axis Bank ক্রেডিট ও ডেবিট কার্ডে পাওয়া যাবে এই সুবিধা। এছাড়াও থাকবে নো –কস্ট ও ডেবিট কার্ডের মাধ্যমে EMI এর সুবিধা।
Flipkart জানিয়েছে কমপ্লিট প্রোটেকশান প্ল্যানের সাথে জনপ্রিয় সব স্মার্টফোনেই থাকবে আকর্ষনীয় ডিসকাউন্ট। টিভি ও অ্যাপ্লায়েন্সে 70 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। 500 এর বেশি ব্র্যান্ডের 38,000 এর বেশি প্রোডাক্টে এই ছাড় পাওয়া যাবে। ইলেকট্রনিক ডিভাইসে পাওয়া যাবে 80 শতাংশ পর্যন্ত ছাড়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন