Flipkart এ শুরু হল Grand Gadget Sale। বৃহস্পতিবার এই সেল শুরু হয়েছে। ল্যাপটপ, অডিও, গেমিং, ক্যামেরা, স্মার্ট হোম প্রোডাক্ট, ওয়্যারেবেল, মোবাইল অ্যাকসেসারিজ, পাওয়ার ব্যাঙ্ক, ডাটা স্টোরেজ, ট্যাবলেট, কম্পিউটারের যন্ত্রাংশ সহ এই সেলে বিভিন্ন প্রোডাক্ট সস্তা হয়েছে সব ধরনের গ্যাজেট। ল্যাপটপে অন্তত 25 শতাংশ ছাড় দিচ্ছে Flipkart। এছাড়াও হেডফোনে 70 শতাংশ পর্যন্ত ছাড় মিলছে। এই সেলে মাত্র 325 টাকায় পাওয়ার ব্যাঙ্ক পাওয়া যাচ্ছে।
মাত্র 17,990 টাকায় পাওয়া যাচ্ছে Lenovo Ideapad 330। এই ল্যাপটপে রয়েছে Intel প্রসেসর, 4GB RAM আর 1TB হার্ড ড্রাইভ। HDFC ক্যাঙ্ক ডেবিট কার্ড ব্যবহার করে এই ল্যাপটপ কিনলে অতিরিত 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। ICICI ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে এই ল্যাপটপ কিনলে 5 শতাংশ ছাড় মিলবে। 20,990 টাকায় পাওয়া যাচ্ছে Lenovo Ideapad 130। এই ল্যাপটপে রয়েছে AMD ডুয়াল কোর A6 প্রসেসর, 4GB RAM আর 1TB হার্ড ডিস্ক। এই ল্যাপটপের সাথেও থাকছে সহজ ইএমআই, ব্যাঙ্ক অফার আর এক্সচেঞ্জ ডিসকাউন্ট।
14,990 টাকায় পাওয়া যাচ্ছে Acer Aspire 3। এই ল্যাপটপে Intel Celeron প্রসেসর, 2GB RAM আর 500GB হার্ড ড্রাইভ থাকছে। বেশি দামের ল্যাপটপে নজর থাকলে 72,990 টাকায় পাওয়া যাচ্ছে Acer Swift 7। এই ল্যাপটপে রয়েছে Inter Core i5 প্রসেসর, 8GB RAM, 256GB SSD স্টোরেজ। এছাড়াও 49,990 টাকা থেকে পাওয়া যাচ্ছে গেমিং ল্যাপটপ।
999 টাকায় পাওয়া যাচ্ছে Mi Band – HRX। 7,999 টাকায় পাওয়া যাচ্ছে Google Home। 199 টাকা থেকে পাওয়া যাচ্ছে ডিজাইনার মোবাইল কভার, 149 টাকা থেকে পাওয়া যাচ্ছে USB Type-C কেবেল, 699 টাকা থেকে পাওয়া যাচ্ছে ওয়্যারলেস মোবাইল চার্জার।
Flipkart গ্যাজেট সেলে 28,900 টাকা থেকে পাওয়া যাচ্ছে Apple Watch। Fitbit এর দাম শুরু হচ্ছে 7,499 টাকা থেকে। 32,290 টাকা থেকে পাওয়া যাচ্ছে Sony Play Station 4। গেমিং হেডসেটের দাম শুরু হচ্ছে 699 টাকা থেকে। অন্যদিকে 1,299 টাকা থেকেগেমিং কি-বোর্ড পাওয়া যাচ্ছে।
এই সেলে সস্তা হয়েছে একাধিক ট্যাবলেট। 35,490 টাকা থেকে Apple iPad (6th Gen) 128GB ভেরিয়েন্ট। 4,299 টাকা থেকে পাওয়া যাবে Alcatel 1T7 8GB ভেরিয়েন্ট। 7,999 টাকায় পাওয়া যাচ্ছে Lenovo Tab Essential। 9,999 টাকায় পাওয়া যাচ্ছে Lenovo phablets। 11,499 টাকা থেকে Honor ট্যাবলেট, 12,990 টাকা থেকে Lenovo ট্যাবলেট আর 27,999 টাকা থেকে Samsung ট্যাবলেটের দাম শুরু হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন