Photo Credit: Flipkart
স্মার্টফোনে দুর্দান্ত সেল নিয়ে হাজির Flipkart। 21 জুন পর্যন্ত চলবে Flipkart Mobiles Bonanza Sale। এই সেলে বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোনে দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে। Axis Bank ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড গ্রাহকরা পাবেন 10 শতাংশ অতিরিক্ত ছাড়। এই সেলে সস্তা হয়েছে Asus ZenFone Max Pro M1, Nokia 6.1, Honor 9i, Samsung Galaxy A50 আর Apple iPhone X এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলি।
এই সেলে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে Asus Zenfone Max Pro M1 এর দাম কমে হয়েছে 8,499 টাকা। 8,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে Honor 9N।
এছাড়াও সস্তা হয়েছে Nokia 6.1 (3GB RAM আর 32GB স্টোরেজ)। 6,999 টাকায় পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন। 8,999 টাকায় পাওয়া যাচ্ছে Honor 9i। 9,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে Honor 10i। এছাড়াও Samsung Galaxy A50 কেনার সময় পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে থাকছে অতিরিক্ত 1,500 টাকা ছাড়। 66,499 টাকা থেকে পাওয়া যাচ্ছে iPhone X 64GB।
এছাড়াও Samsung Galaxy A70 আর Galaxy A20 ফোন কেনার সময় এক্সচেঞ্জে 1,500 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। Vivo V15 Pro আর Vivo V15 কেনার সময় এক্সচেঞ্জে থাকছে 3,000 টাকা অতিরিক্ত ছাড়। 27,999 টাকায় পাওয়া যাচ্ছে LG V30+ (4GB, 128GB)।
বিভিন্ন স্মার্টফোনে ডিসকাউন্টের সাথেই এই সেলে ‘কমপ্লিট মোবাইল প্রোটেকশন প্ল্যান' আর বাইব্যাক গ্যারান্টি দিচ্ছে Flipkart।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন