শুধুমাত্র ভারতের গ্রাহকদের জন্য একগুচ্ছ নতুন ফিচার নিয়ে আসছে Google Maps। আপাতত পাবলিক ট্রান্সপোর্টে ভারতবাসীর জন্য তিনটি নতুন ফিচার যোগ হয়েছে জনপ্রিয় নেভিগেশন সার্ভিসে। এর ফলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে ঠিক কখন গন্তব্যে পৌঁছাবেন সেই তথ্য জানা যাবে। লাইভ ট্রাফিক ট্র্যাক করে এই সময় জানাবে Google। এছাড়াও ট্রেন লেট থাকছে নেভিগেশানে তা লাইভ দেখা যাবে। তৃতীয় ফিচারটি হল Google Maps নেভিগেশানে অটো রিক্সার প্রবেশ। এবার থেকে নেভিগেশানে অটো রিক্সার রুট দেখা যাবে।
রিয়েল টাইমে বাসে যাত্রার সময়
বাসে চড়ার সময় খারাপ ট্রাফিকের মাধ্যমে গন্তব্যে পৌঁছাতে দেরি হলে তা আগে থেকেই জানিয়ে দেবে Google Maps। এই প্রথম পাবলিক ট্রান্সপোর্টে গন্তব্যে পৌঁছানোর সম্ভাব্য সময় জানা যাবে। কোন কারনে গন্তব্যে পৌঁছাতে দেরি হলে সবুজ রঙে তা দেখিয়ে দেবে Google Maps। আপাতত বাঙ্গালুরু, চেন্নাই, কোয়েম্বাটোর, দিল্লি, হায়দ্রাবাদ, লক্ষ্ণৌ, মুম্বাই, ময়সুর, পুনে, এবং সুরত শহরে এই পরিষেবা শুরু হচ্ছে।
লাইভ ট্রেন স্টেটাস
ট্রেন লেট থাকলে এবার Google Maps নেভিগেশানে তা লাইভ দেখা যাবে। আপাতত শুধুমাত্র লম্বা দুরত্বের ট্রেন সফরে এই ফিচার কাজ করবে। শহরতলির ট্রেনে এই ফিচার শুরু হচ্ছে না। সম্প্রতি ‘Where is my train' অ্যাপ কিনে নিয়েছিল Google। এই অ্যাপ কাজে লাগিয়ে Google Maps এ ট্রেন এর লাইভ আপডেট দেখাবে সার্চ ইঞ্জিন কোম্পানিটি।
অটো রিক্সায় সফর
এই প্রথম Google Maps নেভিগেশনে অটো রিক্সার রুট দেখানো হবে। এছাড়াও একাধিক যান বাহনে চড়লে কোন পথে জলদি গন্তব্যে পৌঁছানো যাবে তা দেখা যাবে এবার থেকে। এর সাথেই এক জায়গা থেকে অন্য যায়গাতে অটো রিক্সায় যেতে কত ভাড়া লাগবে তাও জানা যাবে এই নেভিগেশন অ্যাপ থেকে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন