এতদিন বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে খাবার অর্ডার করা যেত। এবার কোন অ্যাপ ডাউনলোড না করেই ঘরে বসে খাবার অর্ডান করার সুবিধা নিয়ে এল Google। গুগল সার্চ, গুগল ম্যাপস আর গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেই খাবার অর্ডার করা যাবে। আপাতত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে এই পরিষেবা শুরু হয়েছে।
সার্চ ও ম্যাপস এ “অর্ডার অনলাইন” বাটচ যোগ করেছে গুগল। যে সব রেস্টুরেন্ট খাবার ডেলিভারি করে সেই রেস্টুরেন্টের নাম সার্চ করলেই এই অপশান দেখা যাবে। এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল।
কখন খাবার ডেলিভাই চাই তা জানিয়ে দেওয়া যাবে অর্ডার করার সময়।
Google Pay ব্যবহার করে সার্চ ইঞ্জিন অথবা ম্যাপস এর ভিতর থেকে অর্ডার করা যাবে খাবার।
এছাড়াও অ্যাসিস্টান্ট এর মাধ্যমেও খাবার অর্ডার করা যাবে। সহজে আগের খাবার আবার অর্ডার করা যাবে অ্যাসিস্টান্ট থেকে।
তবে স্মার্ট স্পিকার ও স্মার্ট ডিসপ্লে থেকে এই পরিষেবা কাজ করবে কি না জানা যায়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রে - DoorDash, Postmates, Delivery.com, Slice আর ChowNow এর সাথে হাত মিলিয়ে এই পরিষেবা শুরু করেছে Google। ভবিষ্যতে আরও নতুন কোম্পানির সাথে হাত মিলিয়ে খাবার ডেলিভারি সার্ভিস বড় করতে চায় মার্কিন কোম্পানিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন