Photo Credit: Macotakara
এই বছর তিনটি iPhone ভেরিয়েন্ট লঞ্চ করতে পারে অ্যাপেল। প্রথম ভেরিয়েন্টে থাকতে পারে একটি 6.1 ইঞ্চি LCD ডিসপ্লে। এই ফোন থ্রি ডি চাচ এর ফিচার থাকবে না। এই ফোনটির দাম অপেক্ষাকৃত দাম কম হবে। সবথেকে দামী ভেরিয়েন্টে থাকবে একটি OLED ডিসপ্লে। এই ফোনে থাকবে একটি 6.5 ইঞ্চি ডিসপ্লে। এছাড়াও এক ফোনের কেস প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে iPhone SE 2 লঞ্চ করা হবে না।
একটি ভিডিওতে iPhone এর এই মডেল গুলি থ্রি ডাইমেনশানে দেখানো হয়েছে। এছাড়াওজানানো হয়েছে এটিও এই বছরের iPhone এর শেষ ডিজাইন। এই ভিডিওতে তিনটি মডেলকেই পাশাপাশি দেখা গিয়েছে। সবথেকে ছোট ফোনটির ডিসপ্লে সাইজ 5.8 ইঞ্চি। গ বছরের iPhone X এর থেকে দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় একই আছে নতুন জেনারেশানের এই ফোন। এমনকি ফোনের পিছনে ক্যামেরা মডিউলেও কোন তফাৎ চোখে পড়েনি।
সবথেকে দামি iPhone এ থাকবে 6.4 ইঞ্চি OLED ডিসপ্লে। iPhone 8 Plus এর প্রায় সমান মাপে হবে এই ফোন। যদিও iPhone 8 Plus এর কোন চকভার এই ফোনে ফিট হবে না। কারন এই ফোনের ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। এছারাও রিয়ার ক্যামেরাদুটি উপর নীচে থাকবে। এছাড়াও এই ফোনের স্পিকারগুলি ফোনের নীচে থাকবে। তবে কোম্পানির তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি।
এছাড়াও লঞ্চ হবে একটি মাঝের মডেল। এই মডেলে থাকবে একটি 6 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনের পিছনে একটি মাত্রক্যামেরা দেখা গিয়েছে। এছাড়াও নীচের দিকে সিম ট্রে থাকবে। নীচে এই তিনটে ফোন হাতে নিয়ে তুলনা করার ভিডিওটি দেখে নিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন