ভারতে Asus 6Z ফোনে Android 10 আপডেট পৌঁছতে শুরু করল। আপডেটের পরে এই ফোনে পৌঁছে গেল ‘ডার্ক মোড'। এছাড়াও যোগ হয়েছে নতুন ফুল স্ক্রিন ন্যাভিগেশন জেসচার। সাথে থাকছে অক্টোবর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ।
ফার্মওয়্যার ভার্সান 17.1810.1910.63_M3.18.40.6_20191028 এর দাম ধরে Asus 6Z ফোনে Android 10 আপডেট পৌঁছেছে। ধাপে ধাপে সব Asus 6Z ফোনে এই আপডেট পৌঁছে যাবে। তবে নভেম্বর মাসের পরিবর্তে এই আপডেটের সাথে অক্টোবর মাসের সিকিউরিটি প্যাচ পাঠিয়েছে Asus।
Asus 6Z স্পেসিফিকেশন
ডুয়াল সিম Asus 6Z ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। ফোনের উপরে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ IPS ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Asus 6Z ফোনে থাকছে রোটেটিং ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরা মোটরের সাহায্যে ঘুরে সেলফি তুলতে পারবে। 6Z এর ডুয়াল ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
Asus 6Z ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি আর Quick Charge 4.0 সাপোর্ট। এই ফোনের ওজন 190 গ্রাম।
আরও পড়ুন:
108MP ক্যামেরা সহ লঞ্চ হল Mi CC9 Pro, আর কী থাকছে?
লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy A51 ফোনের স্পেসিফিকেশন
চোখ ধাঁধানো ডিসপ্লে সহ দুটি নতুন স্মার্টটিভি লঞ্চ করল Xiaomi
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন