শুরু হয়েছে Flipkart Qualcomm Snapdragon Days Sale। এই সেলে সস্তা হয়েছে Asus Max Pro M1, Max M1, 5Z, Google Pixel 3a, Motorola One Power, Redmi Note 6 Pro, Oppo K1 সহ একগুচ্ছ জনপ্রিয় স্মার্টফোন। এছাড়াও Poco F1, Oppo R17 Pro, Oppo Reno 10x Zoom আর Xiaomi Mi A2 ফোনে এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। সাথে থাকছে Flipkart এর কমপ্লিট মোবাইল প্রোটেকশন প্ল্যান। 30 জুন পর্যন্ত Flipkart এ এই সেল চলবে।
ইতিমধ্যেই এই সেল এর সব খবর দিতে নতুন মাইক্রো সাইট তৈরী করেছে Flipkart। এই সেলে 7,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে Asus Max Pro M1 (Asus ZenFone Max Pro M1)। সস্তা হয়েছে এই ফোনের সব মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্ট। এর সাথে মাত্র 99 টাকায় পাওয়া যাচ্ছে কমপ্লিট মোবাইল প্রোটেকশন প্ল্যান।
এছাড়াও 6,499 টাকা থেকে পাওয়া যাচ্enFone Max M1)। 6,000 টাকা সস্তা হয়ে 21,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে Asus 5Z।
Asus ফোন ছাড়াও এই সেলে অন্যান্য ব্র্যান্ডে Qualocomm চিপসেটের স্মার্টফোন সস্তা হয়েছে। 11,999 টাকায় পাওয়া যাচ্ছে Redmi Note 5 Pro ফোনের 6GB RAM ভেরিয়েন্ট। 65,999 টাকা থেকে কমে 54,999 টাকায় পাওয়া যাচ্ছে Google Pixel 3 XL 64GB। 39,999 টাকা থেকে কমে 35,999 টাকায় পাওয়া যাচ্ছে Google Pixel 3a। 15,999 টাকা থেকে কমে 12,999 টাকায় পাওয়া যাচ্ছে Motorola One Power।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন