Asus এর পরবর্তী ফ্ল্যাগশিপ ZenFone 6। বৃহস্পতিবার এই ফোন লঞ্চ করবে তাইওয়ানের কোম্পানিটি। স্পেনের ভ্যেলেন্সিয়া শহরে এই লঞ্চ অনুষ্ঠিত হবে। Asus ZenFone 6 ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি। সম্প্রতি লঞ্চ হওয়া OnePlus 7 আর OnePlus 7 Pro ফোনেও একই চিপসেট ব্যবহার হয়েছে। তবে Asus ZenFone 6 ফোনে থাকছে একটি 3.5 মিমি হেডফোন জ্যাক।
বৃহস্পতিবার স্পেনের ভ্যালেন্সিয়া শহরে লঞ্চ হবে Asus ZenFone 6। ভারতীয় সময় রাত 11 টা 30 মিনিটে এই লঞ্চ শুরু হবে। Asus ZenFone 6 লঞ্চ সরাসরি দেখতে নির্দিষ্ট সময়ে নীচে প্লে বাটনে ক্লিক করুন।
সম্প্রতি প্রকাশিত টিজারে Asus জানিয়েছে ZenFone 6 ফোনে থাকছে Qualcomm Snapdragon 855 চিপসেট। এই ফোনে 3.5 মিমি অডিওর জ্যাক থাকার কথা জানিয়েছে কোম্পানিটি। এর সাথেই থাকছে ডুয়াল সিম আর আলাদা মাইক্রো এস ডি স্লট। ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্য থাকছে একটি আলাদা বোতাম।
এছাড়াও ZenFone 6 এ থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর একটি 13 মেগাপিএক্সেল সেকেন্ডারি সেন্সার। এছাড়াও পরবর্তী Asus ফ্ল্যাগশিপে থাকছে একটি বিশাল 5,000 mAh ব্যাটারি।
ইতিমধ্যেই প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে Asus ZenFone 6 ফোনে থাকছে একটি 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ। রিপোর্ট অনুযায়ী এই ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন