মঙ্গলবার দুপুর 12 টা 30 মিনিটে ভারতে Asus 6Z লঞ্চ ইভেন্ট শুরু হবে। কোম্পানির Facebook, Twitter আর YouTube চ্যানেল থেকে সরাসরি এই ইভেন্ট সম্প্রচারিত হবে।
Asus ZenFone 6 এ রয়েছে রোটেটিং ক্যামেরা। একই ক্যামেরা ব্যবহার করে পিছনে ও সামনের ক্যামেরার কাজ হবে। ফোনের রিয়ার ক্যামেরা মোটরের সাহায্যে উঠে সেলফি ক্যামেরার কাজ করবে।
Asus জানিয়েছে ZenFone 6 ফোনে থাকছে Qualcomm Snapdragon 855 চিপসেট। এই ফোনে 3.5 মিমি অডিওর জ্যাক থাকার কথা জানিয়েছে কোম্পানিটি। এর সাথেই থাকছে ডুয়াল সিম আর আলাদা মাইক্রো এস ডি স্লট। ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্য থাকছে একটি আলাদা বোতাম।
Asus ZenFone 6 ফোনে থাকতে পারে ফ্ল্যাগশিপ Snapdragon 855 চিপসেট। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। 16 মে স্পেনের ভ্যালেন্সিয়া শহরে এক ইভেন্টে লঞ্চ হবে এই স্মার্টফোন।
একই বাজেট সেগমেন্টে দুটি স্মার্টফোন লঞ্চ হলেও Redmi Note 6 Pro এর তুলনায় ZenFone Max Pro M2 তে রয়েছে শক্তিশালী প্রসেসার। Redmi Note 6 Pro তে একই Sandragon 636 চিপসেট ব্যবহার হলেও ZenFone Max Pro M2 তে রয়েছে লেটেস্ট Snapdragon 660 চিপসেট।
edmi Note 6 Pro কে বেগ দিতে Asus এর বাজি ZenFone Max Pro M2। তবে ZenFone Max Pro M2 তে রয়েছে বেশি শক্তিশালী Snapdragon 660 চিপসেট। 12,999 টাকায় এই ফোন কতটা পুষ্টিকর? দেখে নেওয়া যাক।
দুটি ফোনেই রয়েছে Snapdragon 600 সিরিজের চিপসেট। Redmi Note 6 Pro ফোনে তুলনামুলক পুরনো Snapdragon 636 চিপসেট ব্যবহার হয়েছে। তবে Asus ZenFone Max Pro M2 ফোনে থাকছে অপেক্ষাকৃত শক্তিশালী Snapdragon 660 চিপসেট।
আগামী 11 ডিসেম্বর ভারতে আসছে Asus ZenFone Max Pro M2। এই ফোনের ডিসপ্লের উপরে থাকবে Gorilla Glass 6 এর সুরক্ষা। সপ্রতি টুইটারে এই খবর জানিয়েছে তাইওয়ানের কোম্পানিটি।
ভারতে Redmi Note 6 Pro আর Asus Zenfone Max Pro M1 এর মতো ফোনগুলির সাথে বাজারে প্রতিযোগিতার সম্মুখীন হবে এই স্মার্টফোন। এক নজরে Realme U1 ফোনে চোখ বুলিয়ে নেওয়া যাক।