অষ্টমীর দিন ভারতে দুটি বাজেট স্মার্টফোন লঞ্চ করল Asus। এই ফোন দুটি হল ZenFone Max M1 আর ZenFone Lite L1। দুটি ফোনের পিছনে রয়েছে একটি ক্যামেরা।
ভারতে Asus ZenFone Lite L1 এর দাম 6,999 টাকা
অষ্টমীর দিন ভারতে দুটি বাজেট স্মার্টফোন লঞ্চ করল Asus। এই ফোন দুটি হল ZenFone Max M1 আর ZenFone Lite L1। দুটি ফোনের পিছনে রয়েছে একটি ক্যামেরা। এছাড়াও থাকবে Snapdragon 430 চিপসেট। ZenFone Lite L1 তে 3000 mAh ব্যাটারি থাকলেও ZenFone Max M1 এ থাকছে 4000 mAh ব্যাটারি। ZenFone Max M1 ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকলেও ZenFone Lite L1 ফোনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে না। তার পরিবর্তে ZenFone Max M1 ফোনে থাকছে শুধুমাত্র ফেস আনলক।
ভারতে Asus ZenFone Lite L1 এর দাম 6,999 টাকা। কালো ও সোনালী রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। তবে শুরুতে এই ফোন মাত্র 5,999 টাকায় বিক্রি করবে Asus।
অন্যদিকে Asus ZenFone Max M1 এর দাম 8,999 টাকা। কালো ও সোনালি রঙে পাওয়া যাবে এই ফোন। শুরুতে মাত্র 7499 টাকায় এই ফোন বিক্রি হবে। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Asus ZenFone Max M1 আর ZenFone Lite L1।
Asus ZenFone Max M1 ফোনে চলবে Android Oreo অপারেটিং সিস্টেম। ZenFone Max M1 ফোনে থাকবে একটি 5.45 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 430 চিপসেট, 3GB RAM, 32GB স্টোরেজ আর microSD কার্ড স্লট।
ZenFone Max M1 ফোনের পিছনে একটি 13MP ক্যামেরা থাকবে। সাথে থাকবে PDAF আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে রয়েছে একটি 8MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য ZenFone Max M1 ফোনে রয়েছে Wi-Fi 80211 b/g/n, Bluetooth v4.0, APGPS, GPS, GLONASS। ZenFone Max M1 ফোনে থাকবে 4000 mAh ব্যাটারি।
![]()
Asus ZenFone Lite L1
Asus ZenFone Lite L1 ফোনে রয়েছে 5MP সেলফি ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ। এছাড়াও এই স্মার্টফোনে থাকছে 2GB RAM আর 16GB স্টোরেজ। তবে ZenFone Lite L1 ফোনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে না। পরিবর্তে থাকবে ফেস আনলক। ZenFone Lite L1ফোনের ব্যাটারি 3000 mAh।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Mushrooms Could Power Future Eco-Friendly Computers, Study Suggests
MIT Physicists Discover a Way to See Inside Atoms Using Tabletop Molecular Technique
Saturn’s Icy Moon Enceladus Organic Molecules May Have Been Fromed by Cosmic Rays, Scientists Find
Researchers Use AI to Predict Storm Surges Faster and More Accurately