ভারতে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Asus 6Z। সেখানে জানা গিয়েছে 19 জুন ভারতে এই স্মার্টফোন লঞ্চ হবে। এই ফোনে রয়েছে ফ্লিপ ক্যামেরা।
Asus 6z ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট
জুন মাসে ভারতে আসছে Asus ZenFone 6। সম্প্রতি মহামান্য আদালতের নির্দেশে ভারতে আর Zen নামে কোন প্রোডাক্ট লঞ্চ করতে পারবে না Asus। তাই নাম বদলে Asus 6Z নামে 19 জুন ভারতে আসছে এই স্মার্টফোন। নামে পরিবর্তন হলেও Asus ZenFone 6 আর Asus 6Z ফোনের স্পেসিফিকেশোন ও ফিচারে কোন পরিবর্তন হচ্ছে না।
ভারতে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Asus 6Z। সেখানে জানা গিয়েছে 19 জুন ভারতে এই স্মার্টফোন লঞ্চ হবে। এই ফোনে রয়েছে ফ্লিপ ক্যামেরা। একই ক্যামেরা ব্যবহার করে পিছনে ও সামনের ক্যামেরার কাজ হবে। ফোনের রিয়ার ক্যামেরা মোটরের সাহায্যে উঠে সেলফি ক্যামেরার কাজ করবে। এই ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল গ্রাইমারি সেন্সার। সাথে থাকছে Snapdragon 855 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি।
ডুয়াল সিম Asus ZenFone 6 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। ফোনের উপরে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ IPS ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য ZenFone 6 ফোনে থাকছে রোটেটিং ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরা মোটরের সাহায্যে ঘুরে সেলফি তুলতে পারবে। ZenFone 6 এর ডুয়াল ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
Asus ZenFone 6 ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি আর Quick Charge 4.0 সাপোর্ট। এই ফোনের ওজন 190 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
James Gunn's Superman to Release on JioHotstar on December 11: What You Need to Know
The Boys Season 5 OTT Release Date: When and Where to Watch the Final Season Online?
The Strangers Chapter 2 Now Available on Rent on Amazon Prime Video, Apple TV, and More