Photo Credit: Twitter/ Asus
16 মে লঞ্চ হবে Asus ZenFone 6। লঞ্চের আগে সোশ্যাল মিডিয়ায় এই ফোনের টিজার প্রকাশ করল তাইওয়ানের কোম্পানিটি। ট্যুইটারে কোম্পানির অফশিয়াল হ্যান্ডেল থেকে প্রকাশিত টিজারে এই ফোনে বেজেল বিহীন ডিসপ্লে দেখা গিয়েছে। ছবিতে ডিসপ্লের উপরে কোন নচ দেখা যায়নি। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত একাধিক রিপোর্টে Asus ZenFone 6 ফোনে ডুয়াল স্লাইডার ডিজাইনে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা দেখা গিয়েছিল।
তবে টিজারে Asus ZenFone 6 ফোনটি সামনে থেকে দেখা গেলেও এই ফোনের স্পেসিফিকেশান সামনে আসেনি। 16 মে স্পেনের ভ্যালেন্সিয়া শহরে এক ইভেন্টে লঞ্চ হবে এই স্মার্টফোন।
সম্প্রতি একাধিক রিপোর্টে Asus ZenFone 6 ফোনে ডুয়াল ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা দেখা গিয়েছিল।
Asus ZenFone 6 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
Asus ZenFone 6 ফোনে থাকতে পারে ফ্ল্যাগশিপ Snapdragon 855 চিপসেট। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে থাকবে 6GB RAM আর 128GB স্টোরেজ। এই ফোনে থাকতে পারে একটি 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর FHD+ ডিসপ্লে।
তবে Asus ZenFone 6 এর সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার জন্য 16 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন