মঙ্গলবার দুপুর 12 টা 30 মিনিটে ভারতে Asus 6Z লঞ্চ ইভেন্ট শুরু হবে। কোম্পানির Facebook, Twitter আর YouTube চ্যানেল থেকে সরাসরি এই ইভেন্ট সম্প্রচারিত হবে।
Asus ZenFone 6 এ রয়েছে রোটেটিং ক্যামেরা। একই ক্যামেরা ব্যবহার করে পিছনে ও সামনের ক্যামেরার কাজ হবে। ফোনের রিয়ার ক্যামেরা মোটরের সাহায্যে উঠে সেলফি ক্যামেরার কাজ করবে।
edmi Note 6 Pro কে বেগ দিতে Asus এর বাজি ZenFone Max Pro M2। তবে ZenFone Max Pro M2 তে রয়েছে বেশি শক্তিশালী Snapdragon 660 চিপসেট। 12,999 টাকায় এই ফোন কতটা পুষ্টিকর? দেখে নেওয়া যাক।
দুটি ফোনেই রয়েছে Snapdragon 600 সিরিজের চিপসেট। Redmi Note 6 Pro ফোনে তুলনামুলক পুরনো Snapdragon 636 চিপসেট ব্যবহার হয়েছে। তবে Asus ZenFone Max Pro M2 ফোনে থাকছে অপেক্ষাকৃত শক্তিশালী Snapdragon 660 চিপসেট।
ভারতে Redmi Note 6 Pro আর Asus Zenfone Max Pro M1 এর মতো ফোনগুলির সাথে বাজারে প্রতিযোগিতার সম্মুখীন হবে এই স্মার্টফোন। এক নজরে Realme U1 ফোনে চোখ বুলিয়ে নেওয়া যাক।
অন্যান্য হার্ডওয়্যারের মতোই Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনেও ব্যবহার হয়েছে একই 4,000 mAh ব্যাটারি। ফলে দুটি ফোনে একই রকম ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে।