অবশেষে লঞ্চ হল Asus ZenFone 6। বৃহস্পরিবার স্পেনের ভ্যালেন্সিয়া শহরে এই ইভেন্টে কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ লঞ্চ করেছে Asus। গত বছর লঞ্চ হওয়া কোম্পানির ZenFone 5Z ফোনের উত্তরসূরী এই স্মার্টফোন। এই ফোনে রয়েছে রোটেটিং ক্যামেরা। একই ক্যামেরা ব্যবহার করে পিছনে ও সামনের ক্যামেরার কাজ হবে। ফোনের রিয়ার ক্যামেরা মোটরের সাহায্যে উঠে সেলফি ক্যামেরার কাজ করবে। এছাড়াও Asus ZenFone 6 ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল গ্রাইমারি সেন্সার, Snapdragon 855 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি।
Asus ZenFone 6 এর দাম শুরু হচ্ছে 499 ইউরো (প্রায় 39,100 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। 25 মে বিক্রি শুরু হবে ZenFone 6। তবে ভারতে কবে এই ফোন আসবে তা জানায়নি তাইওয়ানের কোম্পানিটি। কালো ও রূপালি রঙে পাওয়া যাবে Asus ZenFone 6।
ডুয়াল সিম Asus ZenFone 6 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। ফোনের উপরে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ IPS ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য ZenFone 6 ফোনে থাকছে রোটেটিং ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরা মোটরের সাহায্যে ঘুরে সেলফি তুলতে পারবে। ZenFone 6 এর ডুয়াল ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
Asus ZenFone 6 ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি আর Quick Charge 4.0 সাপোর্ট। এই ফোনের ওজন 190 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন