Amazon-এর প্রাইম ডে সেলকে টেক্কা দিতে 16 জুলাই থেকে ‘বিগ শপিং ডেস’ এর ঘোষনা করল Flipkart। এই সেলে Samsung, Google, Vivo সহ একাধিক কোম্পানির স্মার্টফোনে ছাড় দেবে Flipkart। 16 জুলাই বিকাল 4 টা থেকে 19 জুলাই পর্যন্ত এই সেল চলবে। এই সেলে মাত্র 42,999 টাকা Google Pixel 2 (128 GB) ফোনটি কিনতে পারবেন গ্রাহকরা। এর সাথেই বেশিরভাগ স্মার্টফোনেই দারুন এক্সচেঞ্জ অফারে ও বাইব্যাক গ্যারান্টি দেবে Flipkart। Apple Watch Series 3, iPhone X, iPad 6th gen আর Acer Predator গেমিং ল্যাপটপের মতো জনপ্রিয় গ্যাজেটগুলিতে বিশাল ছাড় দেবে Flipkart।
Flipkart ‘বিগ শপিং ডেস’ অফারে SBI ক্রেডিট কার্ডের গ্রাহকরা প্রত্যেক ট্রানজাকশানে 10 শতাংশ ছাড় পাবেন। এছাড়াও অন্যন্য গুরুত্বপূর্ণ ছাড়ের মধ্যে অন্যতম মাত্র 42,999 টাকা Google Pixel 2 (128 GB) ফোন। এর সাথেই অতিরিক্তি 3,000 টাকা এক্সচেঞ্জ ও একটি 8,000 টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। এই ফোনে 37,000 টাকার বাইব্যাক গ্যারান্টি দিচ্ছে Flipkart। এছাড়াও উল্লেখযোগ্য স্মার্টফোন অফারগুলি হল Vivo V7+ 64GB এর দাম 19,990 টাকা (MRP. 21,990 টাকা), Honor 9i এর দাম 14,999 টাকা (MRP. 19,999 টাকা), Panasonic P65 এর দাম 3,999 টাকা (MRP. 6,490 টাকা)। এর সাথেই iPhone X সহ একাধিক iPhone এ একাধিক অফার দেবে Flipkart।
এই সেলের সময় প্রত্যেকদিন বকেল 4 টা থেকে 6 টা ‘রাশ আওয়ার ডিল’ ঘোষনা করবে Flipkart। এছাড়াও প্রত্যেক 8 ঘন্টায় নতুন অফার শুরু হবে। Flipkart এর এই সেলে অন্যতম সেরা ডিল পাবে Acer Predator গেমিং ল্যাপটপ। 89,990 টাকা দামের এই ল্যাপটপ সেল চলাকালীন মাত্র 63,990 টাকায় কেনা যাবে। ছাড়াও Google Home ও Chromecast এর মতো Flipkart এক্সক্লিউসিভ প্রোডাক্টেও ছাড় পাওয়া যাবে। এর সাথেই বিভিন্ন টিভিতে 70 শতাংশ পর্যন্ত ছাড় দেবে Flipkart। গ্যাজেট ছাড়াও এই সেলে হোম ফার্নিচার, বিউটি ও ফিটনেস আর ফ্যাশানে দারুন অফার পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন